অজয় দেবগনের আগামী ছবি ময়দান নিয়ে উন্মাদনা, উচ্চাশার শেষ নেই। অনেকেই মুখিয়ে আছেন এই ছবিটির জন্যম আগেই জানা গিয়েছিল যে ছবিটি এবারের ইদের সময় মুক্তি পাবে এপ্রিল মাসে। মুখ্য ভূমিকায় অভিনয় থাকবেন অজয় দেবগন। গত ৬ মার্চ প্রকাশ্যে আনা হয় ছবি টিজার। এবার অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ময়দান ছবির ট্রেলার।
ময়দান ছবির ট্রেলার
অমিত রবীন্দ্রনাথ শর্মা ছবিটির পরিচালনা করেছেন। এই ছবিটিতে উঠে আসবে ভারতীয় ফুটবলের স্বর্ণ যুগের কথা। অর্থাৎ ১৯৫২ থেকে ১৯৬২ সালের কথা ধরা পড়বে এই ছবিতে। ময়দানে অজয় দেবগনকে বিখ্যাত ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যাঁর হাত ধরেই কিনা ভারতীয় ফুটবলের রূপ এবং চেহারা দুই পাল্টে গিয়েছিল।
আরও পড়ুন: উত্তম কুমারের সঙ্গে কাজ করার জন্য অতি উত্তম বানানো! সৃজিত বললেন, 'সময়ের কাঁটাকে আমি...'
ময়দানের ট্রেলারে ধরা পড়ল ভারতীয় ফুটবল টিমকে সেরা বানাতে এবং এশিয়া কাপ জিততে মরিয়া হয়ে উঠেছিলেন রহিম সাহেব। কিন্তু দেশে বিদেশে দুই জায়গায় তাঁকে পড়তে হয়েছিল অনেক সমস্যায়। পেরোতে হয়েছে নানা বাঁধা, বিপত্তি, প্রতিবন্ধকতা। তবুও সব কিছুকে উপেক্ষা করে তিনি এবং তাঁর টিম কী করেন সেটা নিয়েই এই ছবি।
এখানে অজয় দেবগন ছাড়াও আছেন গজরাজ রাও, প্রিয়মণি প্রমুখ। দেখা মিলবে একাধিক বাংলা তারকাদের। আছেন আরিয়ান ভৌমিক, রুদ্রনীল ঘোষ প্রমুখ।
আরও পড়ুন: ঠোঁটে ধরা পাইপ, ধূমপান করতে করতেই আম্বানির বিয়েতে নাচার সাফাই আমিরের, বললেন 'মুকেশ আমার...'
আরও পড়ুন: 'অনুপম সব জানত...' প্রাক্তনকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসেন পিয়া, গায়কের দাবি 'ভুল', জানালেন পরম
ময়দান প্রসঙ্গে
ময়দান ছবিটি এবারের ইদে মুক্তি পাবে বড় পর্দায়। ফলে বুঝতেই পারছেন এটার সঙ্গে বক্স অফিসে টক্কর জমবে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটির সঙ্গে। গত বুধবার অজয় দেবগন নিজেই তাঁর ছবি ময়দানের টিজার প্রকাশ্যে আনেন। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'চলে এসো ময়দানে। আমরা প্রস্তুত ভারতীয় ফুটবলের সেরা সময়টাকে তুলে ধরতে।'