বাংলা নিউজ > বায়োস্কোপ > Manoj Bajpayee: শাহরুখ কন্যা সুহানার 'দ্য আর্চিস' ভালো লাগেনি, লুকোচুরি না করে বলেই ফেললেন মনোজ বাজপেয়ী

Manoj Bajpayee: শাহরুখ কন্যা সুহানার 'দ্য আর্চিস' ভালো লাগেনি, লুকোচুরি না করে বলেই ফেললেন মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ী-দ্য আর্চিস

মনোজের কথায়, আর্চিস আসলে তাঁর বেড়ে ওঠার অংশ নয়। তিনি যখন বড় হয়েছেন, তখন মোটু-পাতলু, রাম-বলরাম, এই সব পড়েছেন। তিনি বলেন, ‘আমি আর্চিসের একটা বই পড়েছি, ভেরেনিকা, বেটির কথা মনে আছে। তবে আমার ভালো লাগেনি।’ যদিও কারোর অভিনয় নিয়ে কোনও মন্তব্য করেননি মনোজ বাজপেয়ী।

গত নভেম্বরেই মুক্তি পেয়েছে জোয়া আখতারের 'দ্য আর্চিস'। আর এই ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন খোদ কিং খান কন্যা সুহানা। একা সুহানা নন, এটাই শ্রীদেবীর ছোট মেয়ে খুশি, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দারও ডেবিউ ছবি। যদিও দ্য আর্চিসের মতো ছবি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। 

তবে দ্য আর্চিস নিয়ে প্রকাশ্যে বিশেষ কোনও মন্তব্য করতে শোনা যায়নি বেশিরভাগ বলি তারকাদের। হাজার হোক শাহরুখ কন্যা, শ্রীদেবী কন্যা, অমিতাভ বচ্চনের নাতিদের ছবি বলে কথা। তবে ব্যতিক্রম মনোজ বাজপেয়ী। দ্য আর্চিস নিয়ে প্রকাশ্যেই নিজের মতামত ব্যক্ত করলেন তিনি। কোনও লুকোচুরি না করেই মনোজের সাফ কথা, শাহরুখ কন্য়া, অমিতাভের নাতিদের এই ছবি তাঁর ভালো লাগেনি।

ভাবছেন, সত্যিই একথা প্রকাশ্যে বলেছেন মনোজ বাজপেয়ী! আজ্ঞে হ্য়াঁ, বলেছেন। শুধু তাই নয়, মনোজ জানিয়েছেন, এই ছবি তাঁর মেয়েরও ভালো লাগেনি। ঠিক কী বলেছেন মনোজ বাজপেয়ী?

মনোজ বাজপেয়ী বলেন, তিনি আসলে তাঁর মেয়ে আভার জন্যই ‘দ্য আর্চিস’ দেখতে বসেছিলেন। ৫০ মিনিট ছবিটি দেখার পর তিনি তাঁর মেয়ে আভাকে বলেন, তাঁর ছবিটা ভালো লাগছে না। এরপর মনোজ অবাক হন যখন তাঁর মেয়ে আভাও জানান, ওরও ছবিটা আসলে বিশেষ ভালো লাগছে না। 

মনোজের কথায়, আর্চিস আসলে তাঁর বেড়ে ওঠার অংশ নয়। তিনি যখন বড় হয়েছেন, তখন মোটু-পাতলু, রাম-বলরাম, এই সব পড়েছেন। তিনি বলেন, ‘আমি আর্চিসের একটা বই পড়েছি, ভেরেনিকা, বেটির কথা মনে আছে। তবে আমার ভালো লাগেনি।’ যদিও কারোর অভিনয় নিয়ে কোনও মন্তব্য করেননি মনোজ বাজপেয়ী। 

এদিকে মনোজ বাজপেয়ী জানান, তাঁর মেয়ে হিন্দিতে কথা বলে না, যে কারণে তাঁর শিক্ষকদের অনেক অভিযোগ। সকলের প্রশ্ন, মনোজ বাজপেয়ীর মেয়ে হয়েও কেন আভা হিন্দিতে কথা বলতে পারে না! অভিনেতার কথায়, এটা নিয়ে তিনি যতবারই মেয়েকে বকাবকি করেছেন, মেয়েও পাল্টা তাঁকে তিরস্কার করেছে, বলেছে, ‘বাবা তুমি কিন্তু পরিবারকে সময় দিচ্ছো না’। আর একথার পর স্বাভাবিক ভাবেই মনোজের মেয়েকে আর কিছু বলার থাকে না। তবে মনোজ অবাক হন, তাঁর ইংরাজি বলা এই মেয়েরও ‘দ্য আর্চিস’ ভালো লাগেনি শুনে।

এদিকে কিছুদিন আগে ‘দ্য আর্চিস’-এ স্টার কিডদের অভিনয় নিয়ে নেতিবাচক মিমে লাইক করে বসেছিলেন রবিনা ট্যান্ডন। পরে অবশ্য তিনি সাফাই গেয়ে বলেন, ভুল করে লাইকের টাচ বটমে হাত পড়ে গিয়েছিল।

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.