মিমি চক্রবর্তী বরাবরই ভোকাল। নিজের যা মত, যেটা বলা উচিত, তিনি সেটা খুব স্পষ্ট করে বলে দেন সবসময়ই। কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় শুরু হয়েছে ট্রোলের বন্যা। এবার সেই বিষয়ে কী বললেন মিমি?
মিমি চক্রবর্তী কী বললেন ট্রোল নিয়ে?
মিমি চক্রবর্তী যাদবপুর কেন্দ্র থেকে গতবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন। এবং নির্বাচনে জিতেওছিলেন। কিন্তু এবার আর লোকসভা নির্বাচনে তিনি লড়াই করছেন না। ইতিমধ্যেই তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন। তিনি এখন তাঁর সম্পূর্ণ ফোকাস তাঁর কাজ, অভিনয়ে রাখতে চান। অন্যদিকে ১০ মার্চ জনগর্জন সভায় এবারের লোকসভার জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ আনা হয়েছে। সেখানে প্রত্যাশা মতোই নাম নেই মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের। তারপর থেকেই চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই দুই টলিউড অভিনেত্রীকে। এবার সেই বিষয়ে মুখ খুললেন মিমি।
আরও পড়ুন: 'ওরা যদি আমায় শান্তি দিতে চায়, তবে...' মা হয়েও সন্তানরা পালিয়ে বিয়ে করুক চান টুইঙ্কল!
আরও পড়ুন: পুরোপুরি উলঙ্গ হয়েই অস্কারের মঞ্চে উঠেছিলেন জন সিনা? ভাইরাল ছবিতে ফাঁস সত্যি
মিমি চক্রবর্তী এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে দুটো স্ক্রিনশট পোস্ট করেন। একটিতে দেখা যাচ্ছে যে তিনি পদত্যাগ করেছেন। আরেকটিতে দেখা যাচ্ছে বিজেপির এক সমর্থক তাঁকে ট্রোল করেছেন টিকিট না পাওয়া নিয়ে।
সেই ছবি দুটো পোস্ট করে এদিন মিমি লেখেন, 'অর্পিতা তোমার এই টুইটের তখনই কোনও অর্থ থাকে যখন তুমি তোমার হোমওয়ার্ক ঠিক করে করো। আমি কাল থেকেই দেখছি, মূলত মহিলারাই মহিলাদের নিচু করতে চাইছে। চিয়ার্স। এরপরও আমরা নারীবাদ নিয়ে কথা বলব।'
কে কী লিখে ট্রোল করছেন?
এদিন অর্পিতা চট্টোপাধ্যায় নামক এক বিজেপি সমর্থক নুসরাত এবং মিমির সংসদে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, 'ওঁরা জানতেনই যে ওঁরা আগামী নির্বাচনের জন্য টিকিট পাবেন না। তাই ওঁরা সংসদে যাওয়ার জন্য এত উদগ্রীব হয়ে ছিলেন। দিদি ওঁদের মন ভেঙে দিল।'
আরও পড়ুন: বাংলাদেশি সুপারস্টার শাকিবের নায়িকা এবার মিমি! দুই বাংলা জুড়ে উঠতে চলেছে ‘তুফান’
আরও পড়ুন: 'আমি পারব না...' বলিউডের কিং হয়েও কেন হলিউডে কাজ করছেন না শাহরুখ?
কেউ আবার নুসরাত জাহান কদিন আগে সন্দেশখালি নিয়ে যে ভুল মন্তব্য করেছিলেন সেটাকে হাতিয়ার করে কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে এই মিমগুলো।