মিমি চক্রবর্তী একটা সময় অভিনয়ের পাশাপাশি দাপিয়ে রাজনীতিটাও করেছেন। দুটোকে সামলেছেন দক্ষ হাতে। গত লোকসভা নির্বাচনের আগেও রোদ, জলে পুড়ে প্রচার করেছিলেন। তবে এই বছর সেসব নেই। তবে আছে কাজ। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি আলাপ। সেই ছবি থেকে শুরু করে, রাজনীতি ছাড়ার কারণ, রাজনীতির কেরিয়ার সবটা নিয়ে কী জানালেন মিমি?
রাজনীতি নিয়ে কী জানালেন মিমি?
রাজনীতি থেকে দূরে সরে এসেছেন তিনি। এখন তাঁর ধ্যান জ্ঞান সবটাই অভিনয় বা সিনেমা। তবে কি অভিনয়ের কেরিয়ারের জন্যই রাজনীতি থেকে সরে এলেন? এই বিষয়ে তিনি এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'কেরিয়ারকে যে নতুন করে সময় বা সুযোগ দিচ্ছি সেটা নয়। কিন্তু আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করছি। সেটায় মন দিয়েছি।'
বিয়ে কবে করছেন মিমি?
মিমি চক্রবর্তীকে টলিউডের অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর বলা চলে। অভিনেত্রী অভিনয় থেকে তাঁর রূপ, স্টাইল মন কেড়েছে বহু বহু ভক্তের। কিন্তু এ হেন অভিনেত্রী এখনও সিঙ্গল, কবে বিয়ের পরিকল্পনা তাঁর? এই প্রসঙ্গে তিনি জানান, 'আমি তো সংসার করছি। সবাই বিয়ে বা প্রেমকে তো সংসার বলে সেটা তো আমার আছে। আমার বাবা মায়ের দায়িত্ব আছে, তিনটি সন্তান আছে। আর কী চাই? আমি ভালোই আছি। তবে যদি পরে কখনও কোনও সম্পর্কে যাই জানাব।'
আরও পড়ুন: দুই বছরে দুটো প্রেম, মাকে দেওয়া কথা রাখতে পরে অমিতকে বিয়ে, ডালমিতার গল্প শুনে হেসে খুন রচনা
আরও পড়ুন: পরিচারিকাকে পাহারায় বসিয়ে রাত ২ টোয় স্নান করতে যান দিব্যাণী! অজানা গল্প ফাঁস 'ফুলকি'র দিদার
আলাপ প্রসঙ্গে
আলাপ ছবিটি মে মাসেই মুক্তি পাচ্ছে। এই ছবিটির মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ছাড়াও আছেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দ। এটির পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি। প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।