কিছুদিন আগে অপর্ণা ঠাকুর দাবি করেন যে তিনি অভিনেতা তথা বিজেপি প্রার্থী রবি কিষানের স্ত্রী। তবে4 নাকি একটি কন্যা সন্তানও আছে। এবার তাঁর এই দাবিকে খন্ডন করে অপর্ণার নামে পাল্টা FIR করলেন রবি কিষানের স্ত্রী প্রীতি শুক্লা। লখনউতে তিনি এই FIR দায়ের করেছেন।
কী সমস্যা হয়েছে রবি কিষান, অপর্ণা ঠাকুর এবং প্রীতি শুক্লার মধ্যে?
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী রবি কিষানের স্ত্রী প্রীতি শুক্লা অপর্ণা ঠাকুরের নানে হজরতগঞ্জের থানায় FIR দায়ের করেছেন। তিনি গত ১৭ এপ্রিল, মঙ্গলবার এই FIR ফাইল করেছেন।
আরও পড়ুন: দুই বছরে দুটো প্রেম, মাকে দেওয়া কথা রাখতে পরে অমিতকে বিয়ে, ডালমিতার গল্প শুনে হেসে খুন রচনা
আরও পড়ুন: পরিচারিকাকে পাহারায় বসিয়ে রাত ২ টোয় স্নান করতে যান দিব্যাণী! অজানা গল্প ফাঁস 'ফুলকি'র দিদার
এই রিপোর্টে জানানো হয়েছে প্রীতি তাঁর অভিযোগে জানিয়েছেন অপর্ণা ঠাকুর নাকি তাঁকে হুমকি দিয়েছেন। এবং ২০ কোটি টাকা চেয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন অপর্ণা ঠাকুর নাকি বলেছেন তিনি রবি কিষানকে মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেবেন। যদি তাঁর শর্ত না পূরণ করা হয় তাহলে পরিবারের ক্ষতিও করে দিতে পারেন বলে জানিয়েছেন তিনি।
রবি কিষান নিজে এখনও এই বিষয়ে কিছুই জানাননি। তিনি স্রেফ এটুকু বলেছেন যে বর্তমানে তিনি লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। তাই এসব নিয়ে তিনি পরে কথা বলবেন।
কিন্তু কে এই অপর্ণা ঠাকুর?
অপর্ণা ঠাকুরের সঙ্গে রাজেশ সোনির বিয়ে হয়েছিল। তাঁদের ৩৫ বছরের বিবাহিত জীবন। বর্তমানে তাঁদের এক ২৭ বছর বয়সী মেয়ে এবং এবং একটি ২৫ বছরের ছেলে আছে। তবে সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করে অপর্ণা জানিয়েছেন প্রায় ২৮ বছর আগে তাঁর সঙ্গে রবির বিয়ে হয়েছিল। তখন তাঁদের সন্তান হয় যার নাম শেনোভা। তিনি সেখানে জানান রবি নাকি তাঁর মেয়েকে অস্বীকার করছেন। তাই এবার এত বছর পর তিনি বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ হতে চলেছেন।