সম্প্রতি দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন বিবাহিত জুটিরা। সেখানেই নিজেদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মজার গল্প ফাঁস করেন প্রতিযোগীরা। কেউ জানান আমফানের গতিতে ১৫ মিনিটে প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার গল্প কেউ আবার বলেন বিয়ের আগে দু তিনটে প্রেম করে কীভাবে মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছেন। এসব গল্প শুনে হেসে খুন রচনা বন্দ্যোপাধ্যায়।
দিদি নম্বর ওয়ানে বিবাহিত জুটিরা
এদিন অমিত বিক্রম চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডালমিতা চট্টোপাধ্যায় খেলতে এসেছিলেন দিদি নম্বর ওয়ানের মঞ্চে। সেখানে অমিত জানান তাঁর হবু স্ত্রীর দুই বছরে দুটো প্রেমিক থাকা সত্বেও কীভাবে তাঁদের বিয়েটা হয়। এদিন তিনি বলেন, 'ওর সঙ্গে আমার একটা বিয়েবাড়িতে দেখা হয়েছিল প্রথম। তখনই আলাপ, নম্বর বদল। এরপর অল্প অল্প ফোনে কথা বলতাম। কিন্তু তখন ও অন্য একজনের সঙ্গে প্রেম করছিল। তাও ওয়েটিং লিস্টে টিকিট কাটি। এরপর প্রায় দুই বছর পর আমার এক আত্মীয় ওদের বাড়িতে আমার সম্বন্ধ পাঠায়। তখন ছবি দেখতে গিয়ে দেখি ও। তো সেই তখন আবার যোগাযোগ। ও তখনও অন্য একটা সম্পর্কে ছিল। কিন্তু দুই বছর আগে যার সঙ্গে ছিল সে ছিল না আবার।' এটা শুনে হেসে ফেলেন রচনা।
আরও পড়ুন: সৃজিতের প্রথম ছবির নায়িকা, আছে বাংলার অন্যতম নোবেল প্রাপকের সঙ্গে নিবিড় যোগ, বলুন তো কে?
এরপর অমিতের স্ত্রী ডালমিতা জানান, 'আমি মাকে বলেই রেখেছিলাম আমি মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করব। কিন্তু তার তিনটে গুণ থাকা জরুরি। ওর সেটা ছিল।'
এরপর তাঁদের হাইট নিয়েও মজা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। চলে আরও নানা মজা মশকরা।
আরও পড়ুন: বরের উপর রীতিমত ছড়ি ঘোরান সুরা! আরবাজ বললেন, 'যবে থেকে প্রেমে পড়েছি তবে থেকেই...'
আরও পড়ুন: পরিচারিকাকে পাহারায় বসিয়ে রাত ২ টোয় স্নান করতে যান দিব্যাণী! অজানা গল্প ফাঁস 'ফুলকি'র দিদার
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।