নতুন বছরের শুরুটা ঈশ্বর দর্শন করেই শুরু করলেন মিমি চক্রবর্তী। ২০২৪ সালের একেবারে শুরুতেই তিনি বেনারস এসেছেন বিশ্বনাথ দর্শনের জন্য। ঘুরে বেড়াচ্ছেন বেনারসের অলিগলি। সেখান থেকে একাধিক ছবি, ভিডিয়ো পোস্ট করলেন তিনি।
বেনারসে মিমি চক্রবর্তী
এদিন মিমি চক্রবর্তী পরপর দুটো ভিডিয়ো পোস্ট করেন তাঁর বেনারস সফরের। সেখানে একটি ভিডিয়োতে তাঁকে নৌকোয় বসে গঙ্গা আরতি দর্শন করতে দেখা যায়। বেনারসের গঙ্গা আরতি যে জগৎ বিখ্যাত সে কথা সকলেই জানেন। আর সেই দৃশ্য আরও একবার ধরা পড়ল অভিনেত্রীর ক্যামেরায়। তাঁকে হাসিমুখে সেই গঙ্গা আরতিতে দেখতে দেখা যায়। শোনা যায় সেখানকার কাসর, ঘণ্টার আওয়াজ। ভেসে আসে সেখানে উপস্থিত সকল মানুষের চিৎকারও। এই ভিডিয়োটি পোস্ট করে মিমি একাধিক প্রণামের ইমোজি ক্যাপশনে দেন।
আরও পড়ুন: নিজের কণ্ঠের পেটেন্ট আনছেন অরিজিৎ? AI নিয়ে বললেন, ‘এটা থ্রেট নয়, বরং একটা...’
আরও পড়ুন: 'তুমি যখন কেবল একটা হৃদস্পন্দন ছিলে...' ছেলের ৫০তম জন্মদিনে আবেগঘন পিঙ্কি রোশন, হৃতিকের জন্য লিখলেন কী?
অন্যদিকে আরেকটি ভিডিয়োতে দেখা যায় বেনারসের অলিগলিতে থাকা মন্দির ঘুরে ঘুরে দেখছেন মিমি। প্রণাম করছেন সেখানকার দেবতা, শিবকে। তাঁকে চুপচাপ রাতে ঘাটেও বসে থাকতে দেখা যায়। এই ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, 'শিবই সত্য।'
কে কী বলছেন?
অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনার বড় ভক্ত। আপনার শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী ছবিটি দুর্দান্ত হয়েছে।' কেউ আবার জিজ্ঞেস করেন, 'আপনি এবার ভোটে দাঁড়াচ্ছেন তো? জিততে হবে কিন্তু আপনাকে। আরও অনেকেই তাঁর পোস্টে হর হর মহাদেব কমেন্ট করতে দেখা যায়।
আরও পড়ুন: কেবল গান নয়, দুর্দান্ত বিরিয়ানিও রাঁধতেন রাশিদ খান! উস্তাদজির মৃত্যুর পর অদেখা ভিডিয়ো পোস্ট মীরের
মিমির প্রজেক্ট
মিমি চক্রবর্তী অভিনীত প্রথম সিরিজ যাহা বলিব সত্য বলিব কিছুদিন আগেই হইচইতে মুক্তি পেয়েছে। এখানে তাঁকে উকিলের ভূমিকায় দেখা গিয়েছে। তাঁর বিপরীতে আছেন টোটা রায়চৌধুরী।