অক্ষয় কুমার এবং পরিণীতি চোপড়া অভিনীত মিশন রানিগঞ্জ ৬ অক্টোবর মুক্তি পায় সিনেমা হলে। কিন্তু শুরু থেকেই মাইন ইঞ্জিনিয়র যশবন্ত গিলের উপর তৈরি এই বায়োপিক ছাপ ফেলতে ব্যর্থ দর্শক মনে। শুক্রবার মুক্তির দিন ব্যবসা ছিল ৩ কোটিরও নীচে। ৫ দিনে আয় মাত্র ১৫ কোটি। যদিও অক্ষয় জানিয়ে দিলেন বক্স অফিসে যতই ব্যর্থতা আসুক, তাঁর কেরিয়ারের সেরা ছবি মিশন রানিগঞ্জ।
sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে মঙ্গলবার মিশন রানিগঞ্জ বক্স অফিসে ব্যবসা করল মাত্র ১.৫০ কোটির। ১৮৯৯ সালে রানিগঞ্জের এক কয়লাখনিতে হঠাৎই ঢুকে পড়ে ভূগর্ভস্থ জল। আটকা পড়েন ৭১ জন কর্মী। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। খনির উপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকার্য। রিয়েল লাইফ সেই হিরোকে নিয়েই সিনেমা খিলাড়ি কুমারের।
মিশন রানিগঞ্জের বক্স অফিস কালেকশন
শুক্র-শনি ও রবিতে মিশন রানিগঞ্জ যথাক্রমে ঘরে তোলে ২.৮ কোটি, ৪.৮ কোটি ও ৫ কোটি। তবে সোম থেকে একধাক্কায় আয় কমে গেল অনেকটাই। সোম ও মঙ্গলবারে ছবির আয় ১.৫ কোটি মতো। আর ৫ দিনের মোট আয় ১৫.৬০ কোটি। যার ফলে এই সিনেমার ৫০ কোটি আয় নিয়েই সন্দেহ দেখা দিচ্ছে।
মিশন রানীগঞ্জ ছবিটি রুস্তম খ্যাত তিরু সুরেশ দেশাইয়ের পরিচালনায় বানানো। অক্ষয়ের পরিণীতি ছাড়াও এই সিনেমায় রয়েছেন কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষণ, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা, প্রমুখ আছেন।
অক্ষয়ের বক্তব্য
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, ‘আমার ভালো লেগেছে… আমার এটা ভালো লেগেছে যে মিশন রানিগঞ্জ আমার সিনেমা। হতে পারে এই সিনেমার ব্যবসার অঙ্ক হয়তো ভালো না। তবে আমি খোলাখুলি বলতে পারি কেরিয়ারে ১০০-১৫০ সিনেমা আমি করেছি। আর 'মিশন রানিগঞ্জ' আমার করা সেরা সিনেমা। এটা একটা বড় বক্তব্য। জানি এমন একটা সিনেমাকে আমি সেরা বলছি যা হলে ভালো ব্যবসা করেনি! আমি আশা করি মানুষ থিয়েটারে গিয়ে দেখে আসবে ছবিখানা। এটি এমন একটা সিনেমা, যার জন্য আমি খুব, খুব, খুব গর্বিত।’
তিনি আরও বলেন, ‘আমি ঝুঁকি নিতে ভালোবাসি। এই ধরনের সিনেমা নির্মাণ এক ধরনের ঝুঁকি। তবে আমাকে এয়ারলিফট বা প্যাডম্যানের মতো সিনেমা সন্তুষ্টি দেয়। আমি অনায়াসেই রাওডি রাঠোর বা সিং ইজ কিং-এর মতো সিনেমা বানিয়ে এর তিন গুণ আয় করতে পারি। আমি বলছি না এই ধরনের কাজ আমি করব না। তবে একটা ব্যালেন্স করে চলব। ’