এবারের বিশ্বকাপে ভারত সকলের ধরাছোঁয়ার বাইরে। টানা ৮ টি ম্যাচেই জিতেছে রোহিত শর্মার টিম। কিন্তু গত চারটি ম্যাচে মহম্মদ শামির যে পারফরমেন্স সকলে দেখেছেন তাতে সবাই মুগ্ধ হয়ে গিয়েছেন বোলিং দিয়ে যেন আগুন ঝরাচ্ছেন। ৪ টি ম্যাচে ১৬ টি উইকেট নিয়েছেন তিনি। আর তাঁর এই ফাটাফাটি পারফরমেন্সের জেরে লাগাতার বিয়ের প্রপোজাল পেয়েই চলেছেন তিনি।
মহম্মদ শামিকে বিয়ের প্রপোজাল
মহম্মদ শামির এর আগে বিয়ে হয়েছিল। তাঁর একটি মেয়েও আছে। কিন্তু তাঁর আগের বিয়েটা মোটেই সুখকর হয়নি। ডিভোর্সের পর তাঁর মেয়ে এখন তাঁর স্ত্রীর কাছে থাকে। একদিকে তিনি যখন এই বিশ্বকাপের জন্য শামিকে শুভেচ্ছা জানাতে নারাজ তখন অন্যদিকে তাঁর জন্য মেয়েরা পাগল। লাগাতার বিয়ের প্রস্তাব পেয়েই চলেছেন তিনি। এবার আবার বলিউড থেকে বিয়ের প্রস্তাব এল তাঁর জন্য। অভিনেত্রী পায়েল ঘোষ তাঁকে বিয়ে করতে চাইছেন বলেই জানিয়েছেন।
আরও পড়ুন: বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা রক্তবীজের, সাফল্য উদযাপনে হাজির আবির-অঙ্কুশ-শ্রাবন্তী সহ কারা?
আরও পড়ুন: দীপাবলির আগে আচমকাই মেজাজ হারালেন রণবীর, পাপারাৎজিদের উপর চোটপাট করে কী বললেন?
সোশ্যাল মিডিয়ায় সোজাসুজি মনের কথা জানিয়েছেন পায়েল। যদিও এই ভারতীয় ক্রিকেটার এখন তাঁর প্রস্তাবে কোনও উত্তর দেননি। কিন্তু কী লিখেছিলেন পায়েল? এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘শামি তুমি তোমার ইংরেজিটা শুধরে নাও। আমি তোমায় বিয়ে করার জন্য প্রস্তুত।’ পায়েল এটা লেখার পরই সেটা ভাইরাল হয়ে যায়। লোকজন কে এই পায়েল ঘোষ সেটাও সার্চ করা শুরু করে দেন।
কে এই পায়েল ঘোষ?
পায়েল একজন কলকাতার মেয়ে। তিনি ১৯৯২ সালে জন্মেছেন। সেন্ট পল মিশন স্কুল থেকে পাশ করে স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। এরপর তিনি মুম্বই আসেন নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়ে। একাধিক ছবিতে ইতিমধ্যেই কাজ করেছেন তিনি। মিস্টার রাস্কেল, প্যাটেল কী পঞ্জাবি শাদি, ইত্যাদি ছবিতে কাজ করেছেন তিনি।