সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন প্রাক্তন স্বামী মহম্মদ শামিকে কটাক্ষ করে বেশকিছু পোস্ট করেছিলেন হাসিন জাহান। তা নিয়ে নেটপাড়ায় হইচই পড়ে যায়। ফের একবার চর্চায় শামির প্রাক্তন পত্নী হাসিন। এবারও কারণটা সেই তাঁর ইনস্টাগ্রাম পোস্ট। যদিও এবার বিষয়বস্তু শামি নন, অন্যকিছু।
হাসিন এক নামহীন ব্যক্তির মুখ ঢেকে একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ওই ব্যক্তি তাঁকে গালিগালাজ করেছিলেন, অশালীন ব্যবহার করেছিলেন। তবে গ্রেফতার হওয়ার পর তিনি ক্ষমা চেয়েছিলেন। বারবার হাসিনের কাছে তিনি অনুরোধ করেন, যে আমার চাকরি চলে যাবে, জীবনে দাগ লেগে যাবে। তবে শেষপর্যন্ত ওর চাকরিটা চলেই গেল। অনেকেই এভাবে গ্রেফতার হয়েছেন এবং হচ্ছেন।
হাসিন আরও লিখেছেন, তাই কোনও খারাপ কাজ করার আগে ভাবা উচিত। যে যদি এর ফল ভালো না হয়, তাহলে কে বাঁচাতে আসবে! কোনও পরীর পিছনে ছোটা উচিত নয়, নিজের কর্মফল নিজেকেই ভুগতে হয়।
আরও পড়ুন- 'বিয়েতে আমি সাবেকি সাজে সাজব', প্রেম থেকে Engagement, বিয়ের থিম, অকপট সন্দীপ্তা
আরও পড়ুন-'বউ হারালে বউ পাওয়া যায় রে…', অনুপমের প্রাক্তন পিয়াকে পরমের বিয়ে নিয়ে বলছেন চিরঞ্জিত
হাসিন জাহানের এমন পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, হাসিনের এই কথাগুলোর পিছনেও তিনি মহম্মদ শামির দিকেই ইঙ্গিত করেছেন। কারণ, হাসিন লিখেছেন, ‘কোনও পরীর পিছনে ছোটা উচিত নয়, নিজের কর্মফল নিজেকেই ভুগতে হয়।’ তবে বহু নেটনাগরিক এই পোস্টের নিচেও হাসিন জাহানকে ট্রোল করেছেন।
সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বারবার প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের নিশানায় উঠে আসেন মহম্মদ শামি। বিশ্বকাপে ভালো পারফর্ম করার পর হাসিন শামির উদ্দেশ্যে বলেন. ‘শামি ভালো পারফর্ম করলে ও ভারতীয় দলে থাকবে এবং ভালো আয় করবে। এটা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।’
এক সাক্ষাৎকারে হাসিন বলেছিলেন, ‘শামি যত ভালো ক্রিকেটার তত ভালো মানুষ হলে আজ আমার জীবনটা অন্যরকম হতো। আমাদের মেয়েকে নিয়ে আমরা একটা সুখের জীবন কাটাতে পারতাম। শামি যত ভালো ক্রিকেটার তত ভালো একজন স্বামী বা বাবা হলে আমরা অনেক ভালো থাকতাম।’ হাসিন শামির বিরুদ্ধে দোষারোপ করে বলেন, 'সম্পূর্ণ ওর ভুলের জন্য আজ আমরা তিনজনই কষ্ট পাচ্ছি। ওর লোভ আর নোংরা মানসিকতার ফল এখন তিনজনকেই ভোগ করতে হচ্ছে। যদিও এখন শামি টাকা দিয়ে ওর সব খারাপকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে।'