টলিউডে বিয়ের মরসুম। সাত পাকে বাঁধা পড়লেন টলিউড অভিনেত্রী আহিরী বিশ্বাস। গত ২৬ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। পাত্র শুভ রায়। সাত পাকে বাঁধা পরার পরই একরগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। গত ২৪ নভেম্বর ঘরোয়া আয়োজনে সই-সাবুদ করে বিয়ে করেছেন। এরপরই সামাজিক রীতি মেনে বিয়ে করেন।
দীর্ঘ দিনের প্রেমিক শুভ রায়ের সঙ্গে বিয়ে সারার পরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করেছেন। পাত্র শুভ রায়, পেশায় ফরেস্ট ডিপার্টমেন্ট কর্মরত। বাড়ি বেলেঘাটায়। দমদমে বাড়ির কাছেই পরিবার, আত্মীয় এবং বন্ধুবান্ধবদের নিয়ে অন্তঃরঙ্গ অনুষ্ঠানে বসেছিল টলি অভিনেত্রীর বিয়ের আসর। আরও পড়ুন: হু হু করে ব্যবসা করছে ‘অ্যানিম্যাল’, দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট রশ্মিকার
বিয়ের দিন টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন। ন্যুড মেকআপ, গা ভর্তি সোনার গয়নায় অপরূপা দেখাচ্ছিল তাঁকে। বিয়ের পরই সোশ্যাল নিজের নামের সঙ্গে শ্বশুড়বাড়ির পদবী জুড়ে ‘আহিরী বিশ্বাস রায়’ করেছেন। স্বামীর বাহুলগ্না হয়ে ছবি পোস্ট করে নিজেই বিয়ের খবর জানিয়েছেন অভিনেত্রী।
দমদমের মেয়ে আহিরী। পড়াশোনা করেছেন বিদ্যাসাগর কলেজে। শেষ বার সান বাংলার ‘মোম পালক’ ধারাবাহিকে লিড চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। একাধিক বিউটি কনটেস্টেন্টে যোগ দিয়ে বিজয়ী হয়েছেন। মডেলিং থেকে কেরিয়ার শুরু, অংলকার এবং নামী বস্ত্রবিপনী সংস্থার মুখ তিনি। ২০১৭ সালে ‘চক্রবূহ্য’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন। সুরিন্দর ফিল্মসের হয়েও একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন। নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী।