হিন্দি বিনো-দুনিয়ার অতি-পরিচিত নাম মোনা সিং। টেলিভিশন, ওটিটি কিংবা বড়পর্দা, সবেতেই উজ্জ্বল উপস্থিতি তাঁর। যদিও সোনি টিভির ‘জসসি জ্যায়সি কোই নেহি’র সুবাদেই রাতারাতি স্টার হয়েছিলেন মোনা। সম্প্রতি সোনি লিভ-এর ওয়েব সিরিজ ‘কাফাস’-এ দেখা মিলছে মোনার। কেরিয়ারের শুরুর দিকে ইন্ডাস্ট্রিতে বেশকিছু ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে, যা ভাবলে আজও শিউরে ওঠেন তিনি। স্মৃতির পাতা উল্টে সেই তিক্ত স্মৃতি ফিরে দেখলেন নায়িকা। আরও পড়ুন-NICU-তে অক্সিজেন সাপোর্টেই রয়েছে ৭ দিনের ছেলে, জানালেন শোয়েব; কেমন আছেন দীপিকা?
এক সাক্ষাৎকারে মোনা জানান, শুরুর দিকে যখন পুণে থেকে মুম্বই অডিশন দিতে আসতেন তখন বহুবার অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তাঁর কথায়, ‘আমি অনেক অদ্ভূত মানুষের পাল্লায় পড়েছি। যখনই মনে হয়েছে এই মানুষটা ঠিক নয়, তখনই সুযোগ বুঝে সেই জায়গা থেকে সরে গিয়েছি।’
মোনা বলে চলেন, ‘আমার তখন খুবই অল্প বয়স, ২০-২১ হবে। কলেজ শেষ করে জীবনে কিছু করে দেখানোর তাগিদ। নতুন শহর, আমি খুব শান্ত আর দুর্বলচিত্তের ছিলাম। কিন্তু মেয়েদের মধ্যে একটা প্রবৃত্তি রয়েছে যে তোমার দিকে খারাপ নজরে তাকাচ্ছে, তা সহজেই বুঝতে পারার। বেশ কিছু ভয় ধরিয়ে দেওয়ার মতো মিটিং আর ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়েছি। তবে আমি শিখে গিয়েছিলাম সেই পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়’।
মোনা সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে জানান, তাঁর সৌভাগ্য হয়েছে ইন্ডাস্ট্রির ভালো, শিক্ষিত এবং হাসিখুশি মানুষদের সঙ্গে কাজ করবার। কাস্টিং কাউচের সম্মুখীন সেই অর্থে তাঁকে হতে হয়নি। মোনার কথায়, ‘সবসময় তোমার কাছে চয়েজ থাকে না বলবার। তুমি চাইলেই পিছু হঠতে পারো’।
মোনা সিং-কে বড়পর্দায় শেষ দেখা গিয়েছে লাল সিং চড্ডায়। অদ্বৈত চন্দনের এই ফ্লপ ছবিতে আমিরের চেয়ে বয়সে ছোট মোনাকে দেখা মিলেছিল সুপারস্টারের মায়ের চরিত্রে। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। প্রসঙ্গত, ‘কাফাস’-এ মোনা ছাড়াও অভিনয় করেছেন শরমন যোশী এবং ভিভান ভাটেনা।