বাংলা নিউজ > বায়োস্কোপ > Adipurush Row: ‘হিন্দু দেবতাদের নিয়ে মশকরা..’, আদিপুরুষ বিতর্কে CBFC-কে কাঠগড়ায় তুললেন মুকেশ

Adipurush Row: ‘হিন্দু দেবতাদের নিয়ে মশকরা..’, আদিপুরুষ বিতর্কে CBFC-কে কাঠগড়ায় তুললেন মুকেশ

আদিপুরুষ বিতর্ক নিয়ে সরব মুকেশ খান্না

Mukesh Khanna on Adipurush Row: সেন্সর বোর্ড ছবিকে ছাড়পত্র দিলেও সেই নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এমনটা নয়- মনে করেন মুকেশ খান্না। আদিপুরুষ বিতর্কে বলিউড ও সিবিএফসি-কে একহাত দিলেন ‘শক্তিমান’।

প্রভাস-সইফের আদিপুরুষের টিজার প্রকাশ্যে আসবার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই ছবি। পরিচালক ওম রাউতের এই ছবির মুখ্য চরিত্রগুলির লুক নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। ‘লঙ্কেশ’ (রাবণ) সইফের চাপদাড়ি দেখে খিলজি বা ঔরঙ্গজেবের কথা মনে পড়ছে সবার। কিন্তু দূর দূর পর্যন্ত রাবণের ছাপ নেই সইফের মধ্যে। এর আগে ‘রাময়ণ’ নিয়ে এই পরীক্ষ-নিরীক্ষার প্রকাশ্য সমালোচনা করেছেন অনেকেই, এবার তালিকায় যোগ হল মুকেশ খান্নার নাম। ‘শক্তিমান’ খ্যাত অভিনেতার স্পষ্ট কথা, চাইলে হাজার হাজার ছবি করা যেতে পারে, কিন্তু কিন্তু ‘দেবতাদের নিয়ে মশকরা করা যাবে না’। অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা গজেন্দ্র চৌহান জানালেন, রাবণ আমাদের ইতিহাসের অঙ্গ,তাঁর মধ্যে বদল আনলে দর্শক সেটি মেনে নেবে না। 

মুকেশ খান্না এবং গজেন্দ্র চৌহানকে ছোট পর্দায় ‘মহাভারত’ ধারাবাহিকে দেখা গিয়েছে। বিআর চোপড়ার এই কালজয়ী টিভি সিরিজে ভীষ্মর চরিত্রে দেখা গিয়েছে মুকেশ খান্নাকে, আর যুথিষ্ঠিরের ভূমিকায় অভিনয় করেছিলেন গজেন্দ্র চৌহান। 

টাইমস অফ ইন্ডিয়াকে মুকেশ বলেন, ‘রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্য কোনওদিন টেকনোলজি দিয়ে বানানো যায় না। অনেকেই হয়ত বলবেন, সেন্সর বোর্ড যখন সবুজ সংকেত দিয়ে দিয়েছে, তাহলে আপনি আপত্তি জানানোর কে? বলে রাখি, সেন্সর বোর্ড আমাদের মা-বাপ নয়। সেটা সুপ্রিম কোর্টও নয়। ১০০০টা গল্প নিয়ে ছবি বানাও কিন্তু হিন্দু দেবতার নিয়ে মশকরা করো না। তাহলেই তোমাদের ছবি চলবে। এই বয়কট সংস্কৃতির মাঝেও কার্তিকেয়া ২ কী সুন্দরভাবে ব্যবসা করল। হিন্দু চরিত্রের সঠিক ব্যবহার এবং তাঁর সঠিক সম্মান দক্ষিণের ছবিতে দেখা যাচ্ছে।'

গজেন্দ্র চৌহান বলেন, ‘যতই বাক স্বাধীনতা থাকুক, আপনি কারুর ভাবাবেগে আঘাত করতে পারেন না, সব সীমা লঙ্ঘন করা যায় না। হিন্দু দেবতাদের চরিত্র নিয়ে ছেলেখেলা করছে পরিচালকরা, প্রত্যেকবার তাঁর মুখ থুবড়ে পড়ছে।…. আমার মনে হয় রাবণ আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ, তাঁর লুক পরিবর্তন করে তাঁকে অন্যরকম দেখানোর চেষ্টা দর্শক মেনে না’। 

‘আদিপুরুষ’-এর প্রেক্ষাপট ‘রামায়ণ’, ছবিতে রাঘব হিসাবে দেখানো হয়েছে প্রভাসকে, লঙ্কেশের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। রাম ও রাবণ অনুপ্রাণিত চরিত্র এই জুটি। অন্যদিকে জানকি অর্থাৎ সীতার আদলে তৈরি চরিত্রে দেখা মিলবে কৃতী শ্যাননের। টিজার সামনে আসার পর থেকেই নিম্নমানের ভিএফএক্স এবং প্রধান চরিত্রগুলোকে বিকৃত করে তুলে ধরবার অভিযোগে বিদ্ধ আদিপুরুষ টিম।

ওম রাউত পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর ১২ই জানুয়ারি। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল ছবি হিসাবে উল্লেখ করা হয়েছে এই ছবির নাম।

বায়োস্কোপ খবর

Latest News

চালিয়ে খেলে হাফ সেঞ্চুরি, কঠিন উইকেটে দাগ কেটে পরিতৃপ্ত যশস্বী আসুন, নিজেকে চিনুন! এখানে ক’টি ঘোড়া দেখতে পাচ্ছেন? উত্তরই বলে দেবে বুদ্ধির দৌড় 'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল? খলিস্তানির মামলার জের, মার্কিন আদালতে তলব ভারতীয় আধিকারিকদের, মুখ খুলল দিল্লি পরকীয়ার অভিযোগ তুলে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন মহিলারাই, গ্রেফতার ৫ 'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর 2 ওভার শেষে Pakistan Women-র স্কোর 12/0

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.