প্রভাস-সইফের আদিপুরুষের টিজার প্রকাশ্যে আসবার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই ছবি। পরিচালক ওম রাউতের এই ছবির মুখ্য চরিত্রগুলির লুক নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। ‘লঙ্কেশ’ (রাবণ) সইফের চাপদাড়ি দেখে খিলজি বা ঔরঙ্গজেবের কথা মনে পড়ছে সবার। কিন্তু দূর দূর পর্যন্ত রাবণের ছাপ নেই সইফের মধ্যে। এর আগে ‘রাময়ণ’ নিয়ে এই পরীক্ষ-নিরীক্ষার প্রকাশ্য সমালোচনা করেছেন অনেকেই, এবার তালিকায় যোগ হল মুকেশ খান্নার নাম। ‘শক্তিমান’ খ্যাত অভিনেতার স্পষ্ট কথা, চাইলে হাজার হাজার ছবি করা যেতে পারে, কিন্তু কিন্তু ‘দেবতাদের নিয়ে মশকরা করা যাবে না’। অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা গজেন্দ্র চৌহান জানালেন, রাবণ আমাদের ইতিহাসের অঙ্গ,তাঁর মধ্যে বদল আনলে দর্শক সেটি মেনে নেবে না।
মুকেশ খান্না এবং গজেন্দ্র চৌহানকে ছোট পর্দায় ‘মহাভারত’ ধারাবাহিকে দেখা গিয়েছে। বিআর চোপড়ার এই কালজয়ী টিভি সিরিজে ভীষ্মর চরিত্রে দেখা গিয়েছে মুকেশ খান্নাকে, আর যুথিষ্ঠিরের ভূমিকায় অভিনয় করেছিলেন গজেন্দ্র চৌহান।
টাইমস অফ ইন্ডিয়াকে মুকেশ বলেন, ‘রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্য কোনওদিন টেকনোলজি দিয়ে বানানো যায় না। অনেকেই হয়ত বলবেন, সেন্সর বোর্ড যখন সবুজ সংকেত দিয়ে দিয়েছে, তাহলে আপনি আপত্তি জানানোর কে? বলে রাখি, সেন্সর বোর্ড আমাদের মা-বাপ নয়। সেটা সুপ্রিম কোর্টও নয়। ১০০০টা গল্প নিয়ে ছবি বানাও কিন্তু হিন্দু দেবতার নিয়ে মশকরা করো না। তাহলেই তোমাদের ছবি চলবে। এই বয়কট সংস্কৃতির মাঝেও কার্তিকেয়া ২ কী সুন্দরভাবে ব্যবসা করল। হিন্দু চরিত্রের সঠিক ব্যবহার এবং তাঁর সঠিক সম্মান দক্ষিণের ছবিতে দেখা যাচ্ছে।'
গজেন্দ্র চৌহান বলেন, ‘যতই বাক স্বাধীনতা থাকুক, আপনি কারুর ভাবাবেগে আঘাত করতে পারেন না, সব সীমা লঙ্ঘন করা যায় না। হিন্দু দেবতাদের চরিত্র নিয়ে ছেলেখেলা করছে পরিচালকরা, প্রত্যেকবার তাঁর মুখ থুবড়ে পড়ছে।…. আমার মনে হয় রাবণ আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ, তাঁর লুক পরিবর্তন করে তাঁকে অন্যরকম দেখানোর চেষ্টা দর্শক মেনে না’।
‘আদিপুরুষ’-এর প্রেক্ষাপট ‘রামায়ণ’, ছবিতে রাঘব হিসাবে দেখানো হয়েছে প্রভাসকে, লঙ্কেশের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। রাম ও রাবণ অনুপ্রাণিত চরিত্র এই জুটি। অন্যদিকে জানকি অর্থাৎ সীতার আদলে তৈরি চরিত্রে দেখা মিলবে কৃতী শ্যাননের। টিজার সামনে আসার পর থেকেই নিম্নমানের ভিএফএক্স এবং প্রধান চরিত্রগুলোকে বিকৃত করে তুলে ধরবার অভিযোগে বিদ্ধ আদিপুরুষ টিম।
ওম রাউত পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর ১২ই জানুয়ারি। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল ছবি হিসাবে উল্লেখ করা হয়েছে এই ছবির নাম।