পাকা চুলের রং বদলে গোলাপি বানিয়ে ফেলেছেন অভিনেত্রী নাফিসা আলি। নেটমাধ্য়মের পাতায় রঙিন চুলের ছবি শেয়ার করেছেন তিনি। কেন চুলের রঙের এই বদল? সেই কথাও জানিয়েছেন তিনি।
শেয়ার করা ছবিতে ফ্লোরাল প্রিন্টের কুর্তি এবং চোখে চশমা পরে দেখা মিলেছে অভিনেত্রীর। গোলাপি রঙের চুল খোলা অবস্থায় রেখেছেন তিনি। তাঁকে অমিতাভ বচ্চনের সঙ্গে উঁচাই ছবিতে দেখা যাবে। ২০২২ সালের ১১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ওই ছবি। আরও পড়ুন: লন্ডনে হনসলের সঙ্গে নতুন সিনেমার শ্যুটিং শুরু, প্রথম দিনের ঝলক শেয়ার করলেন করিনা
শেয়ার করা ছবিতে নাফিসা জানিয়েছেন, ‘আজ মনে হচ্ছে চুল খোলা রেখে খানিকটা মজা করা উচিত। আমি গোলাপী পছন্দ করি !!! তাই অনলাইনে এটি কিনেছি এবং আমার সন্তান এবং নাতি-নাতনিদের অবাক করার জন্য এটি নিজেই করেছি। দুষ্টু নানি।’ আরও পড়ুন: Taali first look: রূপান্তরকামীর ভূমিকায় সুস্মিতা সেন, OTT-তে আসছে গৌরী সাওয়ান্ত-এর বায়োপিক ‘তালি’
নাফিসার এই ছবি দেখে নেটমাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। নাফিসা আলি মেজর সাব, বেওয়াফা, ইয়ামলা পাগলা দিওয়ানা-সহ একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে দিল্লিতে থাকেন। আরও পড়ুন: Yuvaan: ঢাক বাজা, কাঁসর বাজা, উলু দে.. বিজয় দশমীতে ট্রেন্ডে গা ভাসালো রাজ-পুত্র ইউভান
অমিতাভ বচ্চনের সঙ্গে শীঘ্রই ‘উঁচাই’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিতে আরও অভিনয় করেছেন পরিণীতি চোপড়া, অনুপম খের, বোমান ইরানি, সারিকা এবং নীনা গুপ্তা। তিন বন্ধুর বন্ধুত্বের গল্প বলবে এই ছবি। সূরজ বরজাতিয়া পরিচালিত ছবিটি ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।