Neem Phooler Madhu: ঘোর বিপদ সৃজনের কর্মজীবনে, বরের ক্ষোভের নেপথ্যে লুকিয়ে থাকা কারণ চিনতে পারবে পর্ণা?
Updated: 26 Jun 2023, 08:31 AM ISTNeem Phooler Madhu: রথেই যে সৃজন-পর্ণার জীবনে ঝড় উঠবে সেটার আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার সেটা নিশ্চিত প্রমাণ হল। সৃজনের অফিসে বড়সড় কোনও গোল বেঁধেছে। আর তারই আঁচ এসে পড়ল পর্ণার গায়ে।
পরবর্তী ফটো গ্যালারি