কুম্ভমেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই-বোন! শুভমন গিল আর ফাতিমা সানা শেখের ছবি পাশাপাশি দেখে এই কথাই বলছে নেটিজেনরা। রবিবার শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে এশিয়া কাপের ট্রফি জেতে ভারত। লঙ্কা-ব্রিগেডকে কার্যত দুরমুশ করে মাত্র ৬.১ ওভারেই জয়ের জন্য নির্ধারিত ৫১ রান তাড়া করে ফেলে ভারত। ১০ উইকেটে আসে সহজ জয়।
এদিন ট্রফি হাতে মেন ইন ব্লু-র তরুণ তুর্কি শুভমন গিলের একটি ছবি পোস্ট করেন এক এক্স ইউজার। ছবিতে দেখা গিয়েছে মাঠের মধ্যেই টিম ইন্ডিয়ার জার্সি পরে হাসিমুখে পোজ দিচ্ছেন শুভমন। কিন্তু এই ছবি দেখে অনেক নেটিজেনদের মনে পড়েছে আমির খানের দঙ্গল কন্যা ফাতিমা সানা শেখকে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন হামেশাই থাকে চর্চায়। আমির খানের সঙ্গে তাঁর প্রেম সম্পর্ক নিয়ে রটনার শেষ নেই। নেটিজেনদের অনেকেরই শুভমনের ছবি দেখে মনে হয়েছে শুভমন আর ফাতিমার মুখের আদল হুবহু এক! তাঁদের হাসি, গালের টোল, চাউনিতেও রয়েছে অবাক করা সাযুজ্য।
অনেকেই মজা করে দঙ্গলের জনপ্রিয় সংলাপ ‘মারি ছোঁড়ি ছোড়োসে কম হ্যায় ক্যায়া’ লিখে ফাতিমা এবং শুভমনের ছবি পাশাপাশি শেয়ার করেছেন। এতদিন বহু তারকার ‘হামশকল’-এর খোঁজ মিলেছে। কিন্তু দুই ভিন্ন জগতের তারকাদের মুখের এত মিল সত্যিই অবাক করা। গোটা বিষয় নিয়ে যদিও এখনও শুভমন বা ফাতিমার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, এশিয়া কাপে শুধু টিম ইন্ডিয়া নয়, সব দলের মধ্যেই সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন শুভমন গিল। ৬ ম্যাচ খেলে ৩০২ রান করেছেন এই তারকা ওপেনার। অন্যদিকে ‘দঙ্গল’ খ্যাত ফাতিমাকে দেখা গিয়েছে ‘ঠগস অফ হিন্দুস্তান’, ‘লুডো’, ‘সূরজ পে মঙ্গল ভারি’র মতো ছবিতে। আগামিতে ভিকি কৌশলের নায়িকা হিসাবে স্যাম মানেকশ-তে দেখা যাবে ফাতিমাকে।
শুভমন গিলের সঙ্গে বলিউডের যোগ অবশ্য নতুন নয়। কেরিয়ারের শুরু থেকে সচিন কন্যার সঙ্গে নাম জড়িয়েছে শুভমনের। মাঝে সারা আলি খানের সঙ্গেও সখ্যতা তৈরি হয়েছিল ক্রিকেট তারকার। তবে এখন সে সব অতীত। শেষমেশ কোন সারায় মন মজে শুভমনের তা নিয়ে ধন্দে নেটিজেনরা। তার উপর এবার ফাতিমা সানা শেখের সঙ্গেও জুড়ে গেল শুভমনের নাম।