গত ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে দ্য আর্চিস। জোয়া আখতার পরিচালিত এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখলেন একাধিক স্টার কিডরা। শাহরুখ খানের মেয়ে সুহানা খান থেকে বনি কাপুরের মেয়ে খুশি কাপুর সহ অনেকেই আছেন। এবার সেই ছবির প্রশংসা করে চরম ট্রোল্ড হলেন অর্জুন কাপুর এবং শানায়া কাপুর।
দ্য আর্চিস নিয়ে কে কী বলছেন?
অর্জুন কাপুর ছবি মুক্তির দিনই ছবিটিকে রেকমেন্ড করেন। শুধু তাই নয় দ্য আর্চিসের সমর্থনে তিনি একটা লম্বা অনুচ্ছেদ পর্যন্ত লিখে ফেলেন। ছবির গল্প থেকে তাঁর কার অভিনয় ভালো লেগেছে, কে কোন কাজটা ভালো করেছেন সবটাই বিস্তারিত ভাবে তাঁর পোস্টে লেখেন।
আরও পড়ুন: একটি ইভেন্টে যেতে ৭০-৮০ হাজার খরচ করেন অভিনেত্রীরা! ভূমির হিসেব শুনে চক্ষু চড়কগাছ
অন্যদিকে শানায়া কাপুর তো আরও বড় এবং লম্বা একটা অনুচ্ছেদ লেখেন দ্য আর্চিসের প্রশংসায়। এমনকি তিনি জোয়া আখতারকেও ধন্যবাদ জানান এই ছবিটি বানানোর জন্য। অর্জুন এবং শানায়া নন কেবল, করণ জোহর, বনি কাপুর সহ অনেক তারকারাই দ্য আর্চিস ছবির প্রশংসায় লম্বা লম্বা অনুচ্ছেদ লিখেছেন সোশ্যাল মিডিয়ায় যা দেখে ভারী মজা পেয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: '১০টাই বক্স অফিসে!' সৃজিতের পুজো রিলিজ মানেই হিট! ছবির তালিকা দিয়ে কী লিখলেন?
কী বলছে নেট দুনিয়া?
এদিন অর্জুন এবং শানায়ার পোস্ট দুটির স্ক্রিনশট তুলে সেটা পোস্ট করে এক ব্যক্তি তাঁদের রীতিমত তুলোধোনা করেন। তিনি তাঁর পোস্টে সোজাসুজিই লেখেন, 'ভাই বোর্ড এক্সামেও এত লেখেননি বোধহয় এঁরা এখানে যা লিখেছেন।' তাঁকে সমর্থন করেছেন আরও অনেকেই। এক ব্যক্তি সেখানে লেখেন, 'এঁরা আদৌ বোর্ড এক্সাম দিয়েছে তো?' কেউ আবার লেখেন, 'ওঁরা লিখছেন নাকি ওঁদের হয়ে পিআর টিম লিখে দিচ্ছে ছবির প্রচারের জন্য।'