এক একটি ইভেন্টের জন্য অভিনেতা অভিনেত্রীদের কত খরচ হয় তার একটা আন্দাজ দিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর। একই সঙ্গে জানালেন তিনি তাঁর কেরিয়ার শুরুর দিকে কীভাবে কত খরচ করতেন কোনও ইভেন্টে যাওয়ার জন্য।
ভূমি পেডনেকর এখন বলিউডের অন্যতম পরিচিত মুখ। তবে জানেন কি তিনি একটা সময় ইন্ডাস্ট্রির যে কোনও ইভেন্টে যাওয়ার জন্য বন্ধুদের গাড়ি ধার করে যেতেন, বা ভাড়ার গাড়িতে যেতেন! সম্প্রতি তেমনটাই রণবীর আল্লাহবাড়িয়ার শোতে এসে জানালেন অভিনেত্রী। দম লাগাকে হাইশা ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন ভূমি। তাঁর বিপরীতে সেই ছবিতে ছিলেন আয়ুষ্মান খুরানা। তাঁর এই ছবিটি দারুণ সাড়া পেয়েছিল দর্শকদের থেকে। এমনকি এই ছবির জন্য একাধিক পুরস্কারও পান অভিনেত্রী। প্রায় ১৫টি অ্যাওয়ার্ড শোতে যেতে হয়েছিল তাঁকে এই ছবির জন্য। আর এইসব অনুষ্ঠানে যাওয়ার জন্য তিনি তাঁর বন্ধুর গাড়ি নিয়ে যেতেন। এমনকি তাঁর এক বান্ধবীর কথাও এদিন বলেন অভিনেত্রী। ভূমির কথায় তাঁর এক বান্ধবী স্টাইলিস্ট, যখন ভূমি অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করে তখন কোনও ইভেন্টে যাওয়ার হলে প্রথম দুটো বছর তাঁকে বিনামূল্যে তাঁর সেই বন্ধু সাজিয়ে দিতেন।
আরও পড়ুন: ছিল 'বাঙালি' হল 'বাংলা'! রাজ্য সঙ্গীতে বদলে গেল রবি গানের লিরিক্স
আরও পড়ুন: ফের গান চুরির অভিযোগ! শিলাজিতের পর এবার মুখ খুললেন শহরের অনিন্দ্য, 'সুজন' নিয়ে কী বললেন?
এরপরই কথায় কথায় ইভেন্টে যাওয়ার জন্য তাঁকে কত খরচ করতে হয় সেটার একটা হিসেব দেন। তাঁর কথায়, 'স্টাইলিং একটা বড় জিনিস এবং ব্যয়সাপেক্ষও বটে। আপনি যদি ভালো ভাবে স্টাইল করতে চান তাহলে তার জন্য আপনার ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হবে। চুল আর মেকাপ করার জন্য আরও ২০ হাজার টাকা ধরুন। এরপর গাড়ি ভাড়ার খরচ ১৫ থেকে ২০ হাজার টাকা পড়ে যাবে আরও। একজন সাধারণ মানুষের জন্য একটা ইভেন্টের জন্য ৭৫ থেকে ৮০ হাজার টাকা খরচ করার অর্থ অনেক বেশি খরচ করা। আমি তখন এটা কী করে গিয়ে মাকে বলতাম।'
ভূমি আরও জানান তিনি পুরনো গাড়ি চালানো নিয়ে মোটেই ভাবেন না। তাঁর গাড়ি চার বছরের পুরনো হলেও তিনি সেটা আরও কয়েক বছর চালাবেন বলেও জানান। কারণ তাঁর কাছে কাজ আগে অন্য কিছু নয়। প্রসঙ্গত ভূমি পেডনেকরকে শেষবার থ্যাঙ্ক ইউ ফর কামিং ছবিতে দেখা গিয়েছিল।