ঢালিউডের পর টলিউডে কাজ করতে চলেছেন অভিনেত্রী পরীমণি। দেবরাজ সিনহার ছবির হাত ধরে টলিউডে পা রাখছেন পরীমণি। ছবিতে মুখ্য ভূমিকায় সোহম চক্রবর্তী ও পরীমণি। ছবিতে থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকারও। ছবির নাম ‘ফেলুবক্সী’। পরিচালনায় দেবরাজ সিনহা। প্রথমবার এক পর্দায় একসঙ্গে কাজ করবেন সোহম, মধুমিতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। নতুন প্রজন্মের চরিত্র এই ফেলুবক্সী। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে। ছবিতে 'দেবযানী'র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি দেবযানী। যার মনে ফেলুবক্সীর সহকারী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে। পরীমণির চরিত্রের নাম ‘লাবণ্য’, রহস্যময় এক চরিত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকারকে। আরও পড়ুন: সাধ খেলেন অনন্যার তুতো বোন আলানা, হাজির গৌরী-বিপাশা থেকে আদিত্য, দেখুন ভিতরের ছবি
২৭ মার্চ থেকে কলকাতায় শুরু হবে ছবির শ্যুটিং। শ্যুটিংয়ে যোগ দিতে খুব শীঘ্রই পরীমণি বাংলাদেশ থেকে উড়ে আসবেন কলকাতায়। শ্যুটিং শুরুর আগে পাঁচ দিন গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। 'মিডিয়ানেক্সট এন্টারটেনমেন্ট'-এর সহযোগিতায় 'হিমানি ফিল্মস' নতুন ছবি 'ফেলুবক্সী'। ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন 'ভিঞ্জি দা' খ্যাত সুদীপ্ত মজুমদার। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। ছবি মুক্তি পুজোর পরেই! আরও পড়ুন: ‘নো মেকআপ’ লুকে ছবি পোস্ট শুভশ্রীর, ঠোঁট আর আইব্রো নিয়ে তুমুল ট্রোল করলেন নেটিজেনরা
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি কেবল তাঁর কাজের জন্য নয়, ব্যক্তিগত জীবনের জন্য হামেশাই খবরের শিরোনামে উঠে আসেন। গত বছর একটানা বহুদিন তাঁর এবং শরিফুল রাজের সম্পর্ক খবরের শিরোনামে ছিল। এখন তিনি সেসব জটিলতা কাটিয়ে সিঙ্গল মাদার। অভিনয়ের পাশাপাশি তিনি এখন একা হাতে ছেলে পদ্মকে মানুষ করছেন। একটি সাক্ষাৎকারে পরীমণি জানান রাজ আজ পর্যন্ত তাঁদের সন্তানের কোনও দায়িত্ব নেননি। অভিনেত্রীর কথায়, ‘এই বিষয়টা আমার ব্যক্তিগত হলেও সবাইকে জানাতে চাই যে আমি কারও করুণা চাই না। ও বাচ্চাকে দেখবে না, এদিকে সবাইকে বলবে বাচ্চা আমার এটা আমি চাই না। পদ্মর বাবা আজ পর্যন্ত ওর কোনও খোঁজ নেয়নি’।