‘দেশের মাটি’ ধারাবাহিকে এখন খুশির জোয়ার। সমস্ত ভুল বোঝাবোঝি মিটিয়ে রাজাকে আপন করে নিয়েছেন মাম্পি। ধারাবাহিকে চলছে বিয়ের জমজমাটি পর্ব। মুখোপাধ্যায় বাড়িতে ঘরের বউ হয়ে এসেছে বাড়ির মেয়ে। কালরাত্রিতে মনের কথা ফাঁস করেছেন রাজা। বহুদিন আগেই মনে মনে মাম্পির একটা নাম দিয়েছিলেন তিনি। নচিকেতার গান গেয়ে ফাঁস করেন- ‘সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা’। রাজার কল্পনায় মাম্পি যে 'নীলাঞ্জনা'।
লাল টুকটুকে বেনারসী গায়ে, পায়ে লাল আলতা, নিয়ম মেনে আলতায় পা ডুবিয়ে বাড়িতে প্রথম পা রাখেন নতুন বৌ মাম্মপি। এই দৃশ্য দেখে তো দর্শকদের মনে খুশির জোয়ার। রাম্পির জুটি দেখে আবেগে ভাসছে অনুরাগীরা। রাজার পরিবার বরণ করে নিয়েছে নববধূকে। সেই ছবিতে ছয়ালাপ নেটমাধ্যমে। আর নীল পাখি? তাঁর চোখের কোণায় যে জল!
এদিকে ভালবাসা পূর্ণতা পেলেও নীল পাখির সুপ্ত ভালবাসা যে প্রিয় মানুষকে হারানোর বেদনা নিয়ে নিশ্চুপ হয়ে গেছে। চিরতরে মনের মানুষকে হারিয়ে ফেলে চোখের কোণ ভিজছে নীল পাখির। ইতিমধ্যে সে জানিয়েছে, প্রথমে এখানে থাকার সিদ্ধান্ত নিলেও এখন মনে করছেন সিদ্ধান্তটা পালটাতে হবে… ব্যাঙ্গালোরেই ফিরে যেতে হবে তাঁকে।
মাম্পি অবশ্য নীল পাখির আচরণে অনেকটা আঁচ করতে পেরেছে। নোয়াও অনেকটাই পরিষ্কার, নীল পাখির মন কেমনের কারণ আসলে কী! যদিও সামনে নতুন পথ চলা শুরু রাজা-মাম্পির। তাঁদের জীবনে নীল পাখির প্রভাব কী পড়বে? নাকি সত্যি স্বরূপনগর ছেড়ে চলে যাবে সে? জানতে দেখুন ধারাবাহিকের আসন্ন এপিসোডগুলি।