বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam-Prashmita: জয়পুরে নতুন বউ প্রশ্মিতা, কার টানে মুম্বই ছুটলেন অনুপম? শীঘ্রই দেবেন সুখবর!

Anupam-Prashmita: জয়পুরে নতুন বউ প্রশ্মিতা, কার টানে মুম্বই ছুটলেন অনুপম? শীঘ্রই দেবেন সুখবর!

জয়পুরে প্রশ্মিতা, কার টানে মুম্বই ছুটলেন অনুপম? শীঘ্রই দেবেন সুখবর!

Anupam-Prashmita: প্রশ্মিতা ঘুরছেন জয়পুরে, মুম্বইতে হাজির অনুপম। বিশেষ কাজে মায়ানগরীতে গায়ক। জানেন কী? 

নতুন বাংলা বছরটা একসঙ্গে উদযাপন করেননি নবদম্পতি। প্রিয়জনদের মাঝে জয়পুরে কেটেছে প্রশ্মিতার নববর্ষ, ছিলেন না অনুপম। সেই সময় কলকাতায় ‘আলাপ’-এর গানের প্রচারে ব্যস্ত ছিলেন সুরকার। সে-সব সামলে তড়িঘড়ি মুম্বই ছুটলেন অনুপম। আরও পড়ুন-নতুন বউ প্রশ্মিতাকে ফেলে ছুটেছিলেন ওপারে, ইদে বাংলাদেশকে অনুপম-উপহার 'আদরে থেকো'

অনুপমের মুম্বই-যাত্রার পিছনে রয়েছে বিশেষ কারণ। নতুন বউকে একা ফেলে ফের কাজে ব্যস্ত অনুপম রায়। ঋতুপর্ণা সেনগুপ্তর আসন্ন ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’র সঙ্গীতের দায়িত্বভার সামলাচ্ছেন অনুপম। সেই ছবিতে গান গাইছেন ‘জওয়ান’-এর ‘বেশরম রং’ গায়িকা শিল্পা রাও। আজ অর্থাৎ বুধবার মুম্বইয়ের এক রেকর্ডিং স্টুডিওতে শিল্পার গান রেকর্ড করবেন অনুপম, সেই উদ্দেশ্যেই তাঁর মায়ানগরী ছুটে যাওয়া।

ভ্য়াপসা গরমে মন আনচান করছে। খানিক জিইয়ে নিতে তাই দইয়ের ঘোলেই ভরসা রাখছেন অনুপম। সেই ঝলক মুম্বই থেকে তুলে ধরেছেন সঙ্গীতশিল্পী। তবে তাঁর মুম্বই যাত্রার কারণ এখনও গোপন রেখেছেন অনুপম। 

শিল্পা রাও এখন বলিউডে সঙ্গীত জগতে নয়া সেনসেশন। বেশরম রং গেয়ে তুমুল ভাইরাল তিনি। এর আগে ‘উড়ো চিঠি’, ‘আওয়ারা’, ‘প্রজাপতি বিস্কুট’, ‘ডক্টর বক্সি’তে গেয়েছেন। তবে প্রথমবার অনুপমের সুরে গাইবেন শিল্পা। ঋতুপর্ণার ম্যাডাম সেনগুপ্ততে থাকছেন রাহুল বোস। শুরু থেকেই আলোচনার কেন্দ্রে এই ছবি। 

অনুপম রায়ের ব্যক্তিগত জীবন গত কয়েকমাস ধরেই আলোচনার কেন্দ্রে। তবে গায়কের কেরিয়ারগ্রাফও রীতিমত উর্ধ্বমুখী। গত বছর দশম অবতার, প্রধানের মতো ছবিতে তাঁর গান মন কেড়েছে। এই বছরেও অনুপমের ঝুলিতে একের পর এক মেগা প্রোজেক্ট। 

গত মাসের ২ তারিখ অনুপম রায় বিয়ে করেন প্রশ্মিতাকে। গায়কের তৃতীয় স্ত্রী প্রশ্মিতা। প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অনুপম বহু বছর আগে। সেই স্ত্রীর পরিচয় তিনি কখনোই সামনে আনেননি। এরপর দ্বিতীয় বিয়ে করেন পিয়া চক্রবর্তীকে। তবে অনুপম-পিয়া ডিভোর্সের ঘোষণা করেন ২০২১ সালে। তারপর ২০২৩-এর নভেম্বরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া চক্রবর্তী। সেই বিয়ের তিন মাসের মাথাতেই প্রশ্মিতায় ঘর বাঁধেন অনুপম। এটা গায়িকারও দ্বিতীয় বিয়ে। 

এর আগে চিকিৎসক শৌনককে বিয়ে করেছিলেন প্রশ্মিতা, তবে টেকেনি ভালোবাসার সেই বিয়ে। ক'দিন আগেই দিদি নম্বর ১-এ এসেছিলেন প্রশ্মিতা। সেখানে নতুন বউকে সামনে পেয়েই রচনা প্রশ্ন করেন, 'বর হিসেবে অনুপম কেমন?' যা শুনেই প্রশ্মিতা লজ্জায় লাল। পাশে থাকা এক বান্ধবীর পিছনে মুখও লুকিয়ে বলেন, ‘দিদি পরের প্রশ্ন করো’। প্রশ্মিতা বলেন, সহকর্মী হিসাবে পরস্পরকে দীর্ঘদিন ধরেই চেনেন তাঁরা। তবে প্রেমের শুরুয়াত বছর দেড়েক আগে। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.