নতুন বাংলা বছরটা একসঙ্গে উদযাপন করেননি নবদম্পতি। প্রিয়জনদের মাঝে জয়পুরে কেটেছে প্রশ্মিতার নববর্ষ, ছিলেন না অনুপম। সেই সময় কলকাতায় ‘আলাপ’-এর গানের প্রচারে ব্যস্ত ছিলেন সুরকার। সে-সব সামলে তড়িঘড়ি মুম্বই ছুটলেন অনুপম। আরও পড়ুন-নতুন বউ প্রশ্মিতাকে ফেলে ছুটেছিলেন ওপারে, ইদে বাংলাদেশকে অনুপম-উপহার 'আদরে থেকো'
অনুপমের মুম্বই-যাত্রার পিছনে রয়েছে বিশেষ কারণ। নতুন বউকে একা ফেলে ফের কাজে ব্যস্ত অনুপম রায়। ঋতুপর্ণা সেনগুপ্তর আসন্ন ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’র সঙ্গীতের দায়িত্বভার সামলাচ্ছেন অনুপম। সেই ছবিতে গান গাইছেন ‘জওয়ান’-এর ‘বেশরম রং’ গায়িকা শিল্পা রাও। আজ অর্থাৎ বুধবার মুম্বইয়ের এক রেকর্ডিং স্টুডিওতে শিল্পার গান রেকর্ড করবেন অনুপম, সেই উদ্দেশ্যেই তাঁর মায়ানগরী ছুটে যাওয়া।
ভ্য়াপসা গরমে মন আনচান করছে। খানিক জিইয়ে নিতে তাই দইয়ের ঘোলেই ভরসা রাখছেন অনুপম। সেই ঝলক মুম্বই থেকে তুলে ধরেছেন সঙ্গীতশিল্পী। তবে তাঁর মুম্বই যাত্রার কারণ এখনও গোপন রেখেছেন অনুপম।
শিল্পা রাও এখন বলিউডে সঙ্গীত জগতে নয়া সেনসেশন। বেশরম রং গেয়ে তুমুল ভাইরাল তিনি। এর আগে ‘উড়ো চিঠি’, ‘আওয়ারা’, ‘প্রজাপতি বিস্কুট’, ‘ডক্টর বক্সি’তে গেয়েছেন। তবে প্রথমবার অনুপমের সুরে গাইবেন শিল্পা। ঋতুপর্ণার ম্যাডাম সেনগুপ্ততে থাকছেন রাহুল বোস। শুরু থেকেই আলোচনার কেন্দ্রে এই ছবি।
অনুপম রায়ের ব্যক্তিগত জীবন গত কয়েকমাস ধরেই আলোচনার কেন্দ্রে। তবে গায়কের কেরিয়ারগ্রাফও রীতিমত উর্ধ্বমুখী। গত বছর দশম অবতার, প্রধানের মতো ছবিতে তাঁর গান মন কেড়েছে। এই বছরেও অনুপমের ঝুলিতে একের পর এক মেগা প্রোজেক্ট।
গত মাসের ২ তারিখ অনুপম রায় বিয়ে করেন প্রশ্মিতাকে। গায়কের তৃতীয় স্ত্রী প্রশ্মিতা। প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অনুপম বহু বছর আগে। সেই স্ত্রীর পরিচয় তিনি কখনোই সামনে আনেননি। এরপর দ্বিতীয় বিয়ে করেন পিয়া চক্রবর্তীকে। তবে অনুপম-পিয়া ডিভোর্সের ঘোষণা করেন ২০২১ সালে। তারপর ২০২৩-এর নভেম্বরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া চক্রবর্তী। সেই বিয়ের তিন মাসের মাথাতেই প্রশ্মিতায় ঘর বাঁধেন অনুপম। এটা গায়িকারও দ্বিতীয় বিয়ে।
এর আগে চিকিৎসক শৌনককে বিয়ে করেছিলেন প্রশ্মিতা, তবে টেকেনি ভালোবাসার সেই বিয়ে। ক'দিন আগেই দিদি নম্বর ১-এ এসেছিলেন প্রশ্মিতা। সেখানে নতুন বউকে সামনে পেয়েই রচনা প্রশ্ন করেন, 'বর হিসেবে অনুপম কেমন?' যা শুনেই প্রশ্মিতা লজ্জায় লাল। পাশে থাকা এক বান্ধবীর পিছনে মুখও লুকিয়ে বলেন, ‘দিদি পরের প্রশ্ন করো’। প্রশ্মিতা বলেন, সহকর্মী হিসাবে পরস্পরকে দীর্ঘদিন ধরেই চেনেন তাঁরা। তবে প্রেমের শুরুয়াত বছর দেড়েক আগে।