নাম নোরা ফতেহি, অভিনেত্রীর থেকে নৃত্যশিল্পী হিসাবেই বেশি পরিচিত তিনি। অভিনয়ে ততটাও পোক্ত নন, তবে নাচে বিশেষ দক্ষতার সুবাদে বলিপাড়ায় পাকা জায়গা তৈরি করে নিয়েছেন নোরা। বিভিন্ন রিয়ালিটি শোতে প্রায়ই বিচারক কিংবা বিশেষ অতিথি হিসাবে দেখা যায় নোরাকে। সম্প্রতি ডিজনি প্লাস হট স্টারের ‘ডান্স প্লাস প্রো’র মঞ্চে দেখা গিয়েছে নোরাকে।
তবে এই শোয়ে নোরার বিশেষ অঙ্গভঙ্গি, নাচের ধরণ, পোশাক নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। কিন্তু কী এমন করেছেন নোরা?
‘ডান্স প্লাস প্রো’র মঞ্চে সিলভার রঙের মেটালিক স্কিন টাইট শর্ট পোশাকে বোল্ড লুকে দেখা যায় নোরাকে। সেখানে 'ডান্স মেরি রানি' গানের সঙ্গে নাচতে দেখা যায় নোরাকে। তবে সেই নাচ সিনেমার পর্দায় দেখা নাচের মতো নয়। নাচের সঙ্গে নিতম্বে জল ঢেলে শরীর দোলাতে দেখা যায় নোরাকে। আবার কখনও সামনে ফিরে শরীর থেকে কোমরে জল ঢালতে থাকেন নোরা। তাঁর এমন কাণ্ডে 'হাঁ' হয়ে যান বিচারক, প্রতিযোগী ও দর্শকরা। তবে নোরার এমন শরীর প্রদর্শন ও নাচের ভঙ্গিমায় খুশি নন বহু দর্শক। নেটপাড়ায় এধরনের শোকে 'অশালীন' বলে দাবি করেছেন বহু নেটিজেন।
অনেকেই টেলিপর্দায় এমন অনুষ্ঠান, নাচ নিয়ে তীব্র নিন্দা করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘এই সব আজকাল টেলিপর্দায় সম্প্রচার হচ্ছে!’
আরও পড়ুন-পুরনো বান্ধবীদের খুঁজে পেতে ‘বালিকা বিদ্যালয়’ খুললেন শিলাজিৎ, admission-এর জন্য পড়ল লাইন…
আরও একজন লিখেছেন, ‘একসময় আমিও নোরা ফতেহির প্রতিভার জন্য তাঁর অনুরাগী ছিলাম, কিন্তু জাতীয় টিভিতে তাঁর এই সাম্প্রতিক নাচ আমাকে হতাশ করেছে। এই ধরনের শরীর প্রদর্শনের জন্য এটা কি সঠিক প্ল্যাটফর্ম? আমি হতাশ এবং বিরক্ত।’ আরও এক ব্যক্তি লিখেছেন, ‘এটা দেখতে মোটেও ভালো লাগছে না, বিষয়টা সত্যিই অশালীন ও বিব্রতকর।’ কারোর মন্তব্য, ‘এমনকি বিচারকরাও বেশ বিব্রত আর এটা তাঁদের প্রতিক্রিয়াতেই বোঝা যাচ্ছে। নোরা তাঁর অনুরাগীদের হারাবেন।’
উঠে এসেছে আরও অনেক মন্তব্য ও সমালোচনা। এক ব্যক্তি লিখেছেন, ‘আমার শৈশবে ডিআইডি ছিল আর এখন এটা এসেছে। যাইহোক, আমি মনে করি শিশুরা আর এই শো দেখবে না। ইউটিউব আর রিল হল এখন বড় বিষ। আমি যখন ছোট ছিলাম তখন টিভি ছিল বিষ।’ কারোর কথায়, ‘এটা সংস্কৃতি! ছিঃ মানুষ কী সস্তা এবং কী অশ্লীল। কোনও নান্দনিকতা নেই।’ কারোর কথায়, ‘এই নাচের অনুষ্ঠানে এধরনের নৃত্য পরিবেশনা ঘৃণ্য, আপনি হয়ত ভেবেছিলেন পরিবারের সঙ্গে এই শো দেখবেন, তবে তা পারবেন না।’
প্রসঙ্গত, ডান্সিং ডিভা নোরা ফতেহিকে ‘ঝলক দিখলা যা ১০’-এও বিচারক হিসাবে দেখা গিয়েছে।