সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল ইরা খান এবং নূপুর শিখরের রিসেপশন। উদয়পুরে রূপকথার মতো বিয়ে সেরে এসেই মুম্বইতে বসেছিল তাঁদের রিসেপশনের আসর। সেই গ্র্যান্ড সেলিব্রেশনের পরই স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করলেন আমির খানের জামাই। ইরা খানের জন্য লিখলেন বিশেষ পোস্ট। ভক্তদের দেখালেন তাঁদের এই বিশেষ দিনের সাজ।
ইরার জন্য নূপুরের পোস্ট
এদিন নূপুর শিখরে একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁর পোস্ট করা ছবিগুলোর মধ্যে প্রথম ছবিতে দেখা যাচ্ছে ইরাকে জড়িয়ে আছেন নূপুর। পরের ছবিতে দেখা যাচ্ছে ইরা পিছন দিয়ে নূপুরকে জাপটে ধরে আছেন। এদিন ইরা খানের পরনে ছিল লাল রঙের একটি লেহেঙ্গা। অন্যদিকে নূপুর শিখরের পরনে ছিল কালো শিমারি শেরওয়ানি। তিনি এই ছবিগুলোর ক্যাপশনে লেখেন, 'আমি তোমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম।' ইরা তার উত্তরও দিয়েছেন। এদিন নূপুরের পোস্টে ইরা খান লেখেন, 'আমি অলরেডি তোমাকে ভীষণ ভাবে বিয়ে করে ফেলেছি।'
আরও পড়ুন: অমিতাভের হাতে সদ্যই অস্ত্রোপচার হয়েছে! সত্য প্রকাশ্যে এনে কী জানালেন অক্ষয় কুমারকে?
আরও পড়ুন: বড় পর্দার পর এবার ছোট পর্দায় পা? টেলিভিশনে ডেবিউ করছেন 'বাঘা যতীন' খ্যাত সৃজা দত্ত?
শনিবার মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে বসেছিল আমির কন্যার রিসেপশনের আসর। সেখানে একাধিক বলিউড তারকা যেমন সুস্মিতা সেন, কঙ্গনা রানাওয়াত, রিয়া চক্রবর্তী, প্রমুখকে দেখা গিয়েছে। প্রসঙ্গত গত ৩ জানুয়ারি মুম্বইতে আইনি বিয়ে সারেন ইরা এবং নূপুর। এরপর ১০ জানুয়ারি ক্রিশ্চান মতে উদয়পুরের তাজ লেক প্যালেসে সামাজিক বিয়ে করেন তাঁরা।
ইরা এবং নূপুরের সম্পর্কে
ইরা খান বলেন আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে। তাঁদের একটি ছেলেও আছেন জুনায়েদ খান। রীনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণকে বিয়ে করেন আমির। কিন্তু তাঁদের সেই বিয়েও টেকেনি। বর্তমানে আমিরের তাঁর দুই স্ত্রীর সঙ্গেই ভালো সম্পর্ক আছে। ইরার বিয়েতে তাঁদের দুজনকেই দেখা গিয়েছে। তবে রিসেপশনে আসেননি কিরণ।
ইরা এবং নূপুর ২০২০ সাল থেকে এক অন্যের সঙ্গে চুটিয়ে প্রেম করে গত বছর বাগদান সারেন। এরপর চলতি বছরের ৩ জানুয়ারি আইনি বিয়েও সারেন তাঁরা। তারপর সোজা চলে আসেন উদয়পুর। সেখানেই তাঁদের সামাজিক বিয়ে ১০ জানুয়ারি সম্পন্ন হল।