'ইয়ারিয়াঁ' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন। আর এবার টলিপাড়াতেও নিজের প্রযোজনা সংস্থা খুলে ফেললেন যশ দাশগুপ্ত। নিজের নাম ও পদবীর আদ্যক্ষর দিয়ে সংস্থার নাম রেখেছেন 'ওয়াইডি ফিল্মস'। এরপর রবিবারই নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মেন্টাল’-এর নাম ঘোষণা করেছেন যশ। সামনে এসেছে 'মেন্টাল'-এর টিজার ভিডিয়ো। পাশাপাশি ছবির পোস্টারে দেখা গিয়েছে 'যশ'-এর লুক।
বাবা যাদবের পরিচালনায় এই ছবিতে যশ-নুসরত ছাড়াও রয়েছেন সায়ন্তনী ঘোষ। ছবির টিজারেই স্পষ্ট এটি একটি কপ ইউনিভার্সের ছবি হতে চলেছে। 'মেন্টাল'-এর টিজার ভিডিয়ো শেয়ার করে নুসরত লিখেছেন, ‘স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দা ডেভিল, হি ইজ মেন্টাল’। 'মেন্টাল'-এর পোস্টারে পুলিশের উর্দি পরে দেখা যায় যশকে। তাঁর টুপিতে লেখা 'ওয়েস্ট বেঙ্গল পুলিশ'। চোখ থেকে রোদ চশমা নামিয়ে দেখতে দেখা গিয়েছে নায়ককে। হাতে ছিল বন্দুক। এটাকেই প্রথম পোস্টার বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-শাহিদের মাকে ছেড়ে আমায় বিয়ে! মা খালি বলতেন পঙ্কজ তোমাকেও ছেড়ে যাবে: সুপ্রিয়া
আরও পড়ুন-‘কাস্টিং কাউচে ‘না’ বলেন এমনও যেমন আছেন আবার অনেকেই এতে স্বচ্ছন্দ্য’! বিস্ফোরক শরমন
আরও পড়ুন-‘একজন প্রযোজক হিসেবে অন্য প্রযোজক এনার পাশে দাঁড়ান’, যশ-নুসরতকে খোঁটা রানার
এদিকে এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর বাংলায় ফিরছেন সায়ন্তনী ঘোষ। সায়ন্তনী বাংলার মেয়ে হলেও মূলত মুম্বইতেই কাজ করেন। যশের বিপরীতে দেখা যাবে তাঁকেই। আর এখানে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে পারেন নুসরত। তবে নুসরত বা সায়ন্তনী কারোর লুকই প্রকাশ্যে আসেনি।
এদিকে এর আগে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির হাত ধরে জুটি বেঁধে পর্দায় আসার কথা ছিল যশ-নুসরতের। তবে প্রযোজক এনা সাহার সঙ্গে ঝামেলার কারণে, সেই ছবির মুক্তি আটকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় যশ-নুসরতকে খোঁচাও দেন প্রযোজক রাণা সরকার। তারও আগে 'চিনেবাদাম' ছবির প্রচারেও এনার পাশে ছিলেন না যশ। যে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। প্রসঙ্গত, তারও আগে 'এসওএস কলকাতা'য় জুটি বেঁধেছিলেন যশ-নুসরত। সেই ছবিতে কাজ করতে গিয়েই তাঁদের সম্পর্কের শুরু হয়।