বাংলা নিউজ > বায়োস্কোপ > মেহেন্দিতে রাঙানো হাত, সপরিবারে খুশির ইদ পালন করলেও কাকে মিস করছেন নুসরত?

মেহেন্দিতে রাঙানো হাত, সপরিবারে খুশির ইদ পালন করলেও কাকে মিস করছেন নুসরত?

পরিবারের সঙ্গেই ইদ সেলিব্রেট করছেন নুসরত জাহান

করোনা আবহে ঘরোয়াভাবেই ইদের খুশি ভাগ করে নিচ্ছেন নুসরত। তবে সেই সেলিব্রেশনে অনুপস্থিত কাছের মানুষ, কাকে মিস করছেন নায়িকা? 

করোনা আবহেই আজ দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। অতিমারীর জেরে ইদের সেলিব্রেশনও কাটছাঁট করেছেন সকলেই, বাদ নেই টলি সুন্দরী নুসরত জাহানও। ঘরোয়াভাবেই এবছর ইদ পালন করছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে নুসরতের ইদ সেলিব্রেশনের ঝলক। 

বৃহস্পতিবার রমজানের শেষ ইফতার গোটা পরিবারের সঙ্গে সারেন নুসরত। বালিগঞ্জের বাড়িতে বাবা-মা ও তুতো বোনদের নিয়ে খাবার টেবিলে বসা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরত। ছবিতে এক্কেবারে সাবেকি সাজেই ধরা দিয়েছেন নায়িকা। সাদা-নীল ওড়না দিয়ে ঢাকা মাথা, হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ নিচ্ছেন অভিনেত্রী। 

যদিও নুসরতের এই খুশি অসম্পূর্ণ, কারণ কাছের মানুষকে ভীষণ মিস করছেন অভিনেত্রী। কে তিনি? নুসরতের একমাত্র বোন, নুজত জাহান। ছবির কমেন্ট বক্সে নুজাত একগুচ্ছ হার্টের ইমোজি পোস্ট করলে, নুসরত পালটা লেখেন- ‘তোকে খুব মিস করলাম’। উল্লেখ্য, পড়াশোনার জন্য আপতত কানাডাতে রয়েছেন নুজত। মাসখানেক আগেই টরেন্টোর উদ্দেশ্যে রওনা দেন নুসরতের বোন। 

বোনকে মিস করছেন নুসরত 
বোনকে মিস করছেন নুসরত 
নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি
নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি

নুসরতের ঘরোয়া ইদ সেলিব্রেশনের ঝলক যেমন উঠে এসেছে ইনস্টায়, তেমনই দেখা গিয়েছে ইদের সকালে নায়িকার মেহেন্দিতে রাঙানো হাত। এদিন অফ-হোয়াইট সালোয়ার কামিজে সেজেছেন নুসরত। ইদ মোবারক জানানোর পাশাপাশি বাড়িতে থাকবার বার্তা দিতেও ভোলেননি তিনি। 

বন্ধ করুন