ওরহান আত্রামানি, এই নামটির সঙ্গে নেটদুনিয়ার অনেকেই পরিচিত। ওরহান কোনও তারকা নন, তবে সারা আলি খান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর থেকে সুহানা খান, নাইসা দেবগন সমস্ত তারকা সন্তানদের সঙ্গে প্রায়শই দেখা যায় এই পুরুষটিকে। এবার সেই ওরহানকেই দেখা গেল রাহুল গান্ধীর সঙ্গে।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে লন্ডনের এক রেস্তোরাঁ দেখা গেল ওরহানকে। একসঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখে ছবিও তুললেন তাঁরা। ছবিতে রাহুল গান্ধীকে নীল টি-শার্ট ও ডেনিমে দেখা গিয়েছে। ওরহান পরেছিলেন একটি কালো টি-শার্ট এবং জলপাই সবুজ রঙের প্যান্ট। ওরহানের পোস্ট থেকে অনুমান ওঁরা দুজনেই লন্ডনের এক রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সেরেছেন।
ওরহানের পোস্ট থেকেই জানা যাচ্ছে তিনি ও রাহুল গান্ধী নোবু, ওল্ড পার্ক লেন রেস্তোরাঁর ভিতরে ছবি তুলতে পোজ দিয়েছেন। প্রথম ছবি শেয়ার করে ওরহান লিখেছেন, 'আজ @ লাঞ্চ।' রাহুল গান্ধীকেও পোস্টটি ট্যাগও করেছেন তিনি। ওরহান তার পরবর্তী ইনস্টাগ্রাম স্টোরিজে একই ছবি পোস্ট করেছেন নোবু, ওল্ড পার্ক লেনের রেস্তোরাঁকেও ট্যাগ করেছেন। ওরহানের ইনস্টা স্টোরিতে কাজল কন্যা নাইসা দেবগন ও অন্যান্যদের সঙ্গে তাঁকে রাতের খাবার খেতে দেখা গিয়েছে। বুসাবা নামে একটি নাইট ক্লাবে দেখা গিয়েছে তাঁদের। নাইসার সঙ্গে বেশকিছু পোজে ছবি তুলে সেগুলি সাজিয়েও পোস্ট করেছেন ওরহান।
ওরহান প্রায়ই নাইসার সঙ্গে ছবি শেয়ার করেন। তাঁদের একসঙ্গে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে এবং পার্টি করতে দেখা যায়। সম্প্রতি, তাঁরা লন্ডনে বেয়ন্সের রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর কনসার্টে অংশ নেন। সেখান থেকেই ওরহান বেশ কিছু ক্লিপ ও ছবি পোস্ট করে লেখেন তাঁরা এই শো উপভোগ করেছেন। যদিও ওরহান এবং নাইসা শুধুই বন্ধু নাকি তাঁরা ডেট করছেন, সেবিষয়টি স্পষ্ট নয়। তবে প্রশ্ন আসে কে এই ওরহান? সম্প্রতি নিজেই নিজেকে গায়ক, গীতিকার, ক্রিয়েটিভ ডিরেক্টর, ফ্যাশান ডিজাইনার, ফুটবল খেলোয়াড়, আর্ট কিউরেটর পরে পরিচয় দিয়েছেন ওরহান। সেলেব মহলে তাঁর আদরের নাম 'অরি'। ওরহানের পড়াশোনা কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে, তিনি সারা আলি খানের ক্লাসমেট। জানা যায়, ওরহান ২০১৭ থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেডে স্পেশাল প্রোজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করেন।
প্রসঙ্গত, কাজল ও অজয় দেবগনের প্রথম সন্তান হলেন নাইসা। ১৯৯৯ বিয়ে করেছিলেন অজয়-কাজল। ২০০৩-এ এপ্রিলে জন্ম হয় নাইসার। পরে ২০১০-এ ছেলে যুগ-এর জন্ম দেন কাজল। বর্তমানে, নাইসা সুইজারল্যান্ডে পড়াশোনা করছেন। সিঙ্গাপুরের গ্লিয়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে পড়াশোনা করেছেন অজয়-কাজল কন্য। চলতি বছরের এপ্রিলে তিনি ২০ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন।