কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'অর্ধাঙ্গিনী' মুক্তি পেয়েছে গত ২ জুন, শুক্রবার। সোমবার ছিল ছবিটির চতুর্থ দিন। ছবিটি নিয়ে বেশ ভালোই সাড়া পাচ্ছেন পরিচালক ও নির্মাতারা। চূর্ণী ও জয়াের অর্ধাঙ্গিনী দেখতে প্রেক্ষাগৃহ ভরাচ্ছেন দর্শকরা। আর তাতেই আপ্লুত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেজন্য দর্শকদের ধন্যবাদ জানাতেও ভুললেন না পরিচালক।
অর্ধাঙ্গিনী মুক্তির চতুর্থদিনে কলকাতায় চলা ছবির ৯টি শো এবং কলকাতার বাইরে ৪টি শো-ই- ভরে গিয়েছিল। এমনই একটি তথ্য টুইটারে শেয়ার করে কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘আজ সোমবার ছিলো। আমার চলচ্চিত্র জীবনের অন্যতম সেরা সোমবার। অশেষ ধন্যবাদ দর্শকদের, যাঁরা এতো ব্যস্ততার মাঝেও এ ছবিকে গুরুত্ব দিচ্ছেন। আপনাদের আবেগ ও সিনেমার প্রতি ভালোবাসারে এই প্রবল তাপদাহ দগ্ধ করতে পারছেনা। বন্ধু, পরিবার, পরিচিত সব্বাইকে বলবেন অর্ধাঙ্গিনী দেখতে।’
আরও পড়ুন-'ওঁরা মানসিক নির্যাতন করতেন, মনে হত নিজেকে শেষ করে দিই', বিস্ফোরক TMKOC-র বাউরি
আরও পড়ুন-আরে শাহরুখ যে! ভরদুপুরে দিল্লির রাস্তায় এভাবে কেন ঘুরছেন! ‘ছোটা শাহরুখ’দেখে অবাক নেটপাড়া…
'অর্ধাঙ্গিনী'র শো হাউসফুল হওয়ার খবর যেন বিশ্বাসই করতে পারছেন না পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবি মুক্তির তৃতীয় দিন পরিচালক লিখেছিলেন অর্থাৎ রবিবার পরিচালক লিখেছিলেন, কলকাতা এবং কলকাতার বাইরে মিলিয়ে ‘অর্ধাঙ্গিনী’র মোট ৩২টি শো-ই হাউসফুল। তিনি লেখেন, ‘চিমটি কেটে দেখার মতো, সত্যি কিনা! আজ এটাই সত্যি! আমার মতো শখের গল্পকার যে কি না সিনেমাওয়ালার মুখোশ পড়ে প্রায় ২৯ টা ছবি বানিয়ে ফেললো! তার এমন একটা দিন তো স্বপ্নের। আমি বিহ্বল হই নি, কেবল ভেবেছি আমার দর্শকদের মনকে হয়তো একটু বেশী করে ছুঁতে পারলাম এই ছবিতে। কৃতজ্ঞতা জানবেন।’ যদিও ছবিট বক্স অফিসে কত টাকার ব্যবসা করেছে সেটা নিয়ে স্পষ্ট তথ্য মেলেনি।
অর্ধাঙ্গিনীর গল্পে সুমন চট্টোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন কৌশিক সেন, তাঁর প্রাক্তন স্ত্রী শুভ্রার ভূমিকায় চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং বর্তমান স্ত্রী মেঘনা মুস্তাফির ভূমিকায় জয়া আহসান -কে দেখা গিয়েছে। ছবির গল্প আবর্তিত হয়েছে তাঁদের ঘিরেই। গল্পে দেখা গিয়েছে সুমন বাবা হতে অক্ষম, তবে সেটা তিনি সেটা মানতে নারাজ। ফলে সংসারে রোজই অশান্তি, ঝামেলা চলতে থাকে। একটা সময় বাধ্য হয়ে তিনি এবং শুভ্রা আলাদা হয়ে যান। শুভ্রা তাঁর সাধের গোছানো সংসারের অভ্যাস ছেড়ে চলে আসেন। এরপরে সুমনের জীবনে আসেন বাংলাদেশি গায়িকা মেঘনা। তাঁর প্রাক্তন স্বামী প্রয়াত। ধর্মের কারণেই তাঁদের মিলনে আসে বাধা। ফলত বাড়ি ছাড়তে বাধ্য হন সুমন। নতুন করে সংসার পাতেন। এমন সময়ই সেরিব্রাল হয় তাঁর। আর এখানেই খেলা ঘুরে যায়। ভাগ্যের পরিহাসে মুখোমুখি হন সুমনের দুই অর্ধাঙ্গিনী। কিন্তু তারপর?
ছবির গল্প কৌশিক সেনের পরিবর্তে জয়া ও চূর্ণীকে ঘিরেই আবর্তিত হয়েছে। দর্শকরা অনেকেই বলছেন এই দুই অভিনেত্রীর অভিনয়ে তাঁরা মুগ্ধ।