গায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি। আজকাল তাই নেট-নাগরিকদের নজর একটু বেশিই থাকে পিয়া চক্রবর্তীর উপরে। বিনোদন জগতের সঙ্গে যদিও সরাসরি যুক্ত নন পিয়া একেবারে। একটি এনজিও-র উচ্চপদে কাজ করেন। সমাজের বিভিন্ন স্তরে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করেন। তাই তাঁর সামাজিক মাধ্যমেও মেলে জীবন সম্পর্কে নানা দিক।
শুক্রবার পিয়া একটি কোটেশন ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে। যেখানে ভালোবাসার মানুষকে নিয়ে লেখা আছে বিশেষ কিছু কথা। কদিন আগেই যারা তাঁর আর পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে ট্রোল করেছিল, তাঁদের কটাক্ষে একটা চড় বললেও ভুল বলা হয় না।
আরও পড়ুন: ‘সাইকেলের চেন নিয়ে…’! সিরিয়ালে শয়তানি কৌশিকের, ভরা মঞ্চে মারতে এসেছিল দর্শক, গল্প শোনালেন দাদাগিরিতে
সেই কোটেশনের বাংলা করলে দাঁড়ায়, ‘সঙ্গী নির্বাচনের সময় তার সম্পূর্ণরূপে সেরে ওঠাকে (মানসিকভাবে) গুরুত্ব দেওয়া একেবারে ঠিক নয়। যখন আমরা কোনও সঙ্গী নির্বাচন করি, তখন তাঁর ইতিহাস, অতীতে হওয়া কোনও মানসিক আঘাত, তাদের উন্নতি সব আসে সঙ্গে। ওরাও আমাদের মধ্যে থাকা আবেগগুলোকে নিয়েই আপন করছে। তাই শুধু সেই মানুষটা নয়, তাঁরসবকিছুর জন্যই ভালোবাসা আর জায়গা ছাড়তে হয়।’
পিয়া চক্রবর্তী এর আগে বিবাহবন্ধনে ছিলেন গায়ক অনুপম রায়ের সঙ্গে। ২০২১ সালে বিয়ে ভাঙে। তারপর ২০২৩ সালে ঘরোয়া অনুষ্ঠানেই তিনি আর পরমব্রত আইনিভাবে সই-সাবুদ করে বিয়ে করেন। তবে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসায়, ট্রোলাররা একেবারে রে রে করে তেড়়ে এসেছিল। বেশিরভাগেরই সমবেদনা উপচে পড়ছিল অনুপমের জন্য। এমনকী, ‘বউ চোর’ তকমাও দেওয়া হয়েছিল পরমব্রতকে।
আরও পড়ুন: ‘৩৫০ টাকা দিয়ে…’, মধ্যমগ্রামের দাদা বউদি বিরিয়ানি দোকানে ‘প্রতারণা’! তুলোধনা ভ্লগারের

যদিও অভিনেতা এক সাক্ষৎাকারে সাফ জানান, তিনি আর পিয়া একে-অপরকে বহু বছর ধরে চেনেন। এমনকী, অনুপম আর পিয়ার ডিভোর্সের সময় যখন তাঁর নাম জড়ানো হয়েছিল, তখন কিছুই ছিল না তাঁদের মধ্যে। তার অনেক পরে একে-অপরের প্রতি ভালোবাসা অনুভব করেছিলেন। যখন বুঝেছিলেন, একসঙ্গে জীবন কাটাতে তিনি তৈরি তখনই নেন বিয়ের সিদ্ধান্ত। এর আগে একাধিক সম্পর্কে জড়ালেও, তা কোনওটাই তাঁকে টেনে আনেনি সংসারে।
আরও পড়ুন: মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, কী হয়েছে বিগ বি-র?
পরমব্রতকে আরও বলতে শোনা যায়, মা-বাবা নেই তাঁর। বাড়িতে পিয়ার কাছে ফেরা তাঁর কাছে এক নিরাপদ আশ্রয়। 'আমাদের জীবনটা তো অনিশ্চিত। অনেক ওঠা পড়া থাকে। বাবা মাও নেই। সেখানে দাঁড়িয়ে ও একটা ভরসার জায়গা। আমার সব থেকে বড় শক্তি।', বলেন অভিনেতা।
২০২৪ সালের মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসেছেন পিয়ার প্রাক্তন গায়ক অনুপম রায়ও। এটি তাঁর তৃতীয় বিয়ে। এবার গাঁটছড়া বেঁধেছেন গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে।