ফিরতে চলেছে যকের ধন। হ্যাঁ, আবারও গুপ্তধন খোঁজার জন্য নতুন জায়গায়, নতুন অভিযান শুরু হল বিমলদের। ছবি পোস্ট করে আপডেট দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
ফিরছে যকের ধন?
এদিন পরমব্রত চট্টোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর পাশে কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তীকে দেখা যাচ্ছে। তাঁদের পিছনে দেখা যাচ্ছে সোনার কেল্লা। ফলে বুঝতেই পারছেন এবার তাঁরা যকের ধন উদ্ধার করতে মরুরাজ্যে পাড়ি দিয়েছেন। সেখানেই জমে উঠবে তাঁদের অভিযান। তবে এই ছবি পোস্ট করেই সেটা ডিলিট করে দেন পরমব্রত। তবে তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে ১৮ জানুয়ারি থেকেই সেখানে শুরু হল যকের ধন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির শুটিং।
আরও পড়ুন: শহরে ফিরছে ফেলুদা, সৃজিতের হাত ধরে এবার কোথায় পাড়ি দেবে বাঙালির 'প্রদোষচন্দ্র মিটার'?
পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিটি পোস্ট করে লেখেন, 'বিমল, কুমার এবং রুবি শীঘ্রই ফিরে আসছে। আমরা আজ আমাদের সফর শুরু করলাম জয়সলমেরে সোনালি শহরে।' তারপর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন সোনার কেল্লায় যকের ধন এবং যকের ধন। ফলে এখান থেকেই স্পষ্ট যে যকের ধন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি আসছে। এই ছবিতে সাহেব চট্টোপাধ্যায়কেও দেখা যাবে। ছবিটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।
আরও পড়ুন: বাবার নাচে মেয়ে যতই লজ্জা পাক তাতে থোড়াই কেয়ার! দাদাগিরির মঞ্চে জামাল কুদুতে মজলেন সৌরভ
ঋদ্ধিমার জন্মদিনে গৌরব
প্রসঙ্গত এদিন গৌরব চক্রবর্তীর স্ত্রী ঋদ্ধিমা ঘোষের জন্মদিন ছিল। তাঁদের সংসারে নতুন সদস্য, তাঁদের ছেলে ধীর আসার পর এটাই ঋদ্ধিমার প্রথম জন্মদিন। আর সেদিনই স্ত্রীর কাছে থাকতে পারলেন না অভিনেতা। তবে নিজে না থাকলেও পাঠিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তা। গৌরব এদিন লেখেন, ‘একজন অভাবনীয় নারীর আজ জন্মদিন, আমি ভাগ্যবান যে সে আমার স্ত্রী, যদিও তাঁর জন্মদিনে আমি কয়েক শো মাইল দূরে… তোমাকে আর ধীরকে খুব মিস করছি। খুব শীঘ্রই একসঙ্গে সেলিব্রেট করার জন্য মুখিয়ে রয়েছি। ফিরে এসে এই ফাঁক যাওয়া সেলিব্রেশনটা পুষিয়ে নিতে হবে। শুভ জন্মদিন ঋদ্ধিমা।'