সম্প্রতি সলমন খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন প্রাক্তন সোমি আলি।আর এবার সোমির দাবি, তাঁর মন্তব্যের পরই কেউ বা কারা অ্যাকাউন্ট হ্যাক করেছে। সম্প্রতি সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানের বিরুদ্ধেও ভয়ানক অভিযোগ আনেন সোমি আলি।
সলমনের উদ্দেশ্যে সোমি আলি লিখেছিলেন, ‘তুমি তোমার বাবার মতোই ঘৃণ্য যিনি তোমার মায়ের উপর বছরের পর বছর ধরে অত্যাচার করেছেন। আর তুমি সেই অত্যাচার থেকে তোমার মাকে রক্ষা করতে পারোনি। দুঃখের বিষয় যে ছোটবেলা থেকে তুমি তোমার মাকে নির্যাতিত হতে দেখে এসেছ আর তারপরে তোমার বাবাকেই নিজের আইডল হিসাবে দেখেছ। আপনি বোবা নিরক্ষর,তুমিও সেই অশিক্ষিতই তৈরি হয়েছো। তুমি শাহীন, সঙ্গীতা, সোমি, আরো কত লোকজনকে মারধর করেছো। এমনকি আমি যখন আমার মাস্টার প্রোগ্রামে ছিলাম তখন ক্যাটরিনাও আমাকে ফোন করেছিলেন। আমি আমার আত্মজীবনী সব বলব। তুমি এখন বুড়ো। এটা এখন শেষ কারণ তুমি আমার নামাজ ও প্রার্থনায় ছিলে না। মাত্র ১৭ বছরেই আমার শান্তি নষ্ট করেছেন আপনি, আল্লাহ আক্ষরিক অর্থেই আপনাকে ঘৃণা করেন।’ এছড়াও এই পোস্টে সলমনকে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়।
আরও পড়ুন-বিবেক অগ্নিহোত্রীর দ্য ভ্যাকসিন ওয়ার দেখে কী বলছেন সুধা মূর্তি?

সোমি আলির ইনস্টাগ্রাম পোস্ট
সোমি আলির এই পোস্ট ভাইরাল হয়ে যায়। আর এরপর নেটনাগরিকদের অনেকেই সোমিকে সমর্থন করেন। আবার সলমনের কিছু অনুরাগীরা সোমিকে ট্রোলও করেন। তবে পরে সোমির ইনস্টাগ্রাম থেকে এই পোস্টটি মুছেও ফেলা হয়। সোমির দাবি, তিনি কোনও অবমাননাকর পোস্ট করেননি। এই কথাগুলি তিনি লেখেননি, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সোমি বলেন, ‘এর আগেও বেশ কয়েকবার আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, এবারও তাই, তবে আমি ইতিমধ্যেই পাসওয়ার্ড বদলে ফেলেছি, অ্যাকাউন্টটি সুরক্ষিত করেছি।’
তবে এর আগে এক সাক্ষাৎকারে সোমি আলি বলেন, ‘সলমনের সঙ্গে আমার বিচ্ছেদের ২০ বছর পার হয়েছে। ও আমাকে ঠকিয়েছিল, আমি সম্পর্ক ভেঙে বের হয়ে আসি। এটা খুবই সাধারণ বিষয়। আমি সলমনের থেকে কিছু শিখিনি, তবে ওঁর বাবা-মায়ের থেকে শিখেছি। ওঁরা কোনও ধর্মে বিশ্বাস করেন না। মানুষকে মানুষের মতো দেখেন। ওঁদের বাড়ির দরজা সকলের জন্য খোলা। ওঁরা সকলকে আপন করে নেন, বিশেষ করে সলমা আন্টি।’
তবে এর আগে সোমি বলেছিলেন, তাঁর জন্য সলমন সঙ্গীতা বিজলানিকে ঠকিয়েছিলেন, তবে পরে তিনিও ঠকেছেন, একেই বলে কর্মফল।