বিয়ের পর এটাই বরের প্রথম জন্মদিন। সেটা তো বিশেষ হতোই। রাঘব চাড্ডার জন্মদিন উপলক্ষ্যে ১২ নভেম্বর একটি বিশেষ পোস্ট করেন পরিণীতি চোপড়া। আদুরে ক্যাপশন সহ একাধিক ছবি পোস্ট করেন তিনি। কিন্তু কে জানত তাঁর এই পোস্ট থেকেই লোকজন মিম মেটিরিয়াল পেয়ে যাবেন! বর্তমানে তাঁদের একটি ছবিকে নিয়েই চলছে হাসাহাসি।
রাঘবের জন্মদিনে কী লিখেছেন পরিণীতি?
এদিন পরিণীতি চোপড়া তাঁর এবং রাঘব চাড্ডার একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে একাধিক ছবিতেই তাঁদের একে অন্যকে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সেই ছবিগুলো পোজ করে পরিণীতি এদিন লেখেন, 'আজকাল যুগে তুমি সেই পুরনো দিনের মতোই পারফেক্ট জেন্টেলম্যান। তোমার এই শান্ত স্বভাব আমার কাছে ওষুধের মতো। আজকের এই দিনটা আমার কাছে ভীষণই বিশেষ কারণ এই দিনটিতে তুমি জন্মেছ। শুভ জন্মদিন বর। আমাকে পছন্দ করার জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন: মা-শাশুড়িকে নিয়ে মলদ্বীপ! পরিণীতির গার্লস ট্রিপের অদেখা ছবি দেখুন
আরও পড়ুন: প্রথম করওয়া চৌথের ঝলক পোস্ট, রাঘবের সঙ্গে কীভাবে বিশেষ দিন কাটালেন পরিণীতি?
কী বলছেন নেটিজেনরা?
তাঁর পোস্টের একটি ছবি দেখে ভীষণই মজা পেয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি সেই ছবি শেয়ার করে লেখেন, 'এই ছবিটা এতই মজার যে হাসতে গিয়ে আমার মুখ থেকে খাবার ছিটকে বেরিয়ে এল।' কেউ আবার লেখেন, 'এ যেন ৯০ দশকে বাবা মায়েদের দেওয়া পোজ।' কেউ আবার লেখেন, 'পাবলিক ট্রান্সপোর্টে আমি এভাবে আমার ব্যাগ নিয়ে যাই...' 'কেউ কোটি টাকা দিলেও শেষ পোজটির মতো ছবি তুলব না' মন্তব্য আরেকজনের।
রাঘব-পরিণীতির বিষয়ে
চলতি বছরের শুরুর দিকে বাগদান সেরে নিয়েছিলেন রাঘব এবং পরিণীতি। তারপর ২৪ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বসেছিল তাঁদের বিবাহ বাসর। রাজকীয় স্টাইলেই বিয়ে হয় তাঁদের। দীর্ঘদিনের বন্ধু ছিলেন তাঁরা। সেখান থেকেই প্রেম এবং তারপর এই বছর বিয়ে করেন। এখনও মাঝে মধ্যে বিয়ের নানা অনুষ্ঠানের ছবি পোস্ট করতে দেখা যায় পরিণীতিকে।