আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পরিণীতি চোপড়া। ২৪ সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে তাঁদের বিবাহ বাসর বসেছিল। কেবল নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতেই গাঁটছড়া বাঁধেন রাঘব পরিণীতি। তাঁদের বিয়েতে ছিল কঠোর নিরাপত্তাও। সোমবার সকালে নিজেই প্রথম বিয়ের ছবি পোস্ট করেন অভিনেত্রী। তাঁকে বেইজ লেহেঙ্গা এবং ওড়না অন্যদিকে রাঘবকে আইভরি শেরওয়ানি এবং পাগড়িতে দেখা যায়।
এদিন পরিণীতি তাঁর বিয়ের একাধিক ছবি শেয়ার করে লেখেন, 'ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম কথা থেকেই হৃদয় জানত। এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি। মিস্টার ও মিসেস হতে পেরে ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের একসাথে পথ চলার শুরুয়াত হল…।'
রাঘবের জন্য পরিণীতির ভাইয়ের পোস্ট
তবে কেবল অভিনেত্রী নন, তাঁর ভাইও নতুন জামাইবাবুর জন্য একটি বিশেষ পোস্ট লেখেন। পরিণীতির দুই ভাই, সহজ এবং শিবাং। শিবাং এদিন দিদি এবং জামাইবাবুর ছবি পোস্ট করে লেখেন, 'কিছু জিনিস একদম সঠিক বলে মনে হয়। কিছু অনুভূতি ভীষণ সুন্দর হয়। কিছু স্মৃতি আরও সুন্দর হয়। চোপড়া এবং চাড্ডাদের জন্য এই সব কিছুই ভীষণ সুন্দর ছিল। পরিবারে স্বাগত জিজ। চোপড়া পরিবারের পাগলামিতে তোমায় স্বাগত। এই সুদর্শন পুরুষের পাশে তোমায় দারুণ সুন্দর দেখাচ্ছিল পরিণীতি। তোমাদের দুজনকে ভীষণ ভীষণ ভালোবাসি।'
আরও পড়ুন: পরিণীতির বিয়েতে কেন এলেন না প্রিয়াঙ্কা? কী জানালেন তাঁর মা মধু চোপড়া?
আরও পড়ুন: প্রিয়াঙ্কার মতোই বিয়েতে লম্বা ওড়না মাথায় পরিণীতি, থাকল বিশেষ বার্তা
কারা কারা হাজির ছিলেন রাঘব পরিণীতির বিয়েতে?
হরভজন সিং, সানিয়া মির্জা, ভাগ্যশ্রী, মণীশ মালহোত্রা প্রমুখ উপস্থিত ছিলেন রাঘব, পরিণীতির বিয়েতে। এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মন, প্রমুখও উপস্থিত ছিলেন। যদিও বোনের বিয়েতে আসতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর মা মধু চোপড়া জানান তাঁর মেয়ে এখন কাজে ব্যস্ত। তবে না এলেও বোনের জন্য শুভেচ্ছা এবং আশীর্বাদ পাঠাতে ভোলেননি প্রিয়াঙ্কা।
রাঘব পরিণীতির বিয়ে
২৪ সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে বিবাহ বাসর বসে রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার। বরযাত্রী নৌকায় করে হোটেল তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে আসে। ২৩ সেপ্টেম্বর মেহেন্দি, হলদি এবং সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২২ সেপ্টেম্বরেই পরিবার নিয়ে উদয়পুর পৌঁছন বর কনে।