2/5ঐন্দ্রিলা-দুর্নিবারের বিয়েতে শামিল প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ। নীল পাঞ্জাবিতে হ্যান্ডসাম লুকে পাওয়া গেল মিশুককে। হাজির ছিলেন রানিমা দিতিপ্রিয়াও। (ছবি-ফেসবুক)
3/5বিয়ের পর হাসিমুখে পোজ দিতে ব্যস্ত দুর্নিবার-ঐন্দ্রিলা। পাশে ‘বিনোদিনী: একটি নটীর উপখ্যান’-এর সহযোগী প্রযোজক অরিত্র সেন। (ছবি-ফেসবুক)
4/5এদিন একদম বাঙালি কনের সাজেই পাওয়া গেল ঐন্দ্রিলাকে ওরফে মোহরকে। লাল বেনারসি, সঙ্গে গা ভর্তি সোনার গয়না। মাথায় টিকলি আর বুটি দেওয়া লাল ওড়না। অন্যদিকে লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে বরবেশে দুর্নিবার।
5/5 দু-বছর আগের ফাল্গুনে মীনাক্ষীর সিঁথি সিঁদুরে রাঙিয়েছিলেন দুর্নিবার। যদিও দুজনে আইনি বিয়ে সেরেছিলেন ২০১৭তে। ২০২২ সালে আইনি বিচ্ছেদ হয় দুর্নিবার-মীনাক্ষীর, এবার নতুন ইনিংস শুরু করলেন সারেগামাপা খ্যাত গায়ক।