2/6বাঙালি রীতিতে বর-কনের বেশে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। লাল-সাদা পোশাক এবং মাথায় মুকুট পরে বিয়ের পিঁড়িতে বসেন কৃষ্ণা। লাল-সাদা ধুতি পাঞ্জাবি এবং মাথায় টোপর পরে একেবারে বাঙালি নতুন বরের বেশে ধরা দেন অবাঙালি পাত্র।
3/6বিয়ে সম্পন্ন হওয়ার পর নেটমাধ্যমের পাতায় বিয়ের আসর থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কৃষ্ণা। ছবির ক্যাপশনে লেখা, ‘একজন বাঙালি মেয়ে সারাজীবনের জন্য পার্সি ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হল’।
4/6হাত লাল চূড়া পরে নববধূর বেশে কৃষ্ণার থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেন। বিয়ের ছবি শেয়ার করতেই নেটমাধ্যমের পাতায় শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাত পাক ঘোরেন দুজনে।
5/6মেহেন্দি, সঙ্গীতের পর সোমবার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় কৃষ্ণার। জেসমিন ভাসিন, আলি গোনি, শিরিন মির্জা, চারু মেহরা, অরিজিত তানেজা সহ আরও অনেক টিভি তারকা দম্পতির বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন।
6/6বিয়ের কথা জিজ্ঞেস করে গায়ের উপর লিখে অভিনেত্রীকে প্রোপোজ করেছিলেন চিরাগ। প্রি-ওয়েডিং ফটোশ্যুটের একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছিলেন অভিনেত্রী।