Priyanka Chopra daughter Malti: মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস এবং পরিবারের সঙ্গে সপ্তাহান্তে সময় কাটালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শনিবার নিউ জার্সিতে মেয়েকে নিয়ে শপিং করতে গিয়েছিলেন অভিনেত্রী, একরত্তির খেলাধুলো করার ছবিও শেয়ার করেছেন-
1/5মেট গালা এবং নিউইয়র্কে লাভ এগেইন-এর প্রিমিয়ারে যোগ দেওয়ার পর, মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের সঙ্গে সময় কাটালেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবি শেয়ার করেছেন নেটমাধ্য়মের পাতায়। (ছবি ইনস্টাগ্রাম)
2/5মেয়েকে নিয়ে শপিং মলে খেলনা কিনতে ব্যস্ত প্রিয়াঙ্কা। একরত্তি মায়ের কোলে নিয়ে ছবি শেয়ার করেছেন।
3/5অপর একটি ছবিতে দেখা গিয়েছে, একরত্তি খেলতে ব্যস্ত। পরনে ফুলহাতা জামা আর প্যান্ট। ছবিতে তাঁর মুখ দেখা যায়নি।
4/5প্রিয়াঙ্কার শেয়ার করা এই ছবিতে তুতো ভাইবোন এবং ছোট ছোট বন্ধুদের সঙ্গে খেলা করতে ব্যস্ত একরত্তি মালতী। ছবিগুলি শেয়ার করে ক্য়াপশনে অভিনেত্রী লেখেন, ‘শনিবারটা এভাবে’।
5/5শেষ ছবিতে অভিনেত্রীর সন্তান সম প্রিয় পোষ্য ডায়না অপর একটি সারমেয়র সঙ্গে খেলা করতে ব্যস্ত দেখা যাচ্ছে। উল্লেখ্য, নিউ জার্সিতে ছোট থেকে মানুষ হয়েছেন নিক জোনাস।