তিনি টেলিপর্দার 'গঙ্গারাম' তিনি। আর সেই ধারাবাহিকে কাজ করতে গিয়েই জীবনে প্রেম খুঁজে পেয়েছিলেন অভিনেতা অভিষেক। তাঁর প্রেমিকার সুরভী মল্লিককে হয়ত অনেকেই চেনেন। তবে এই মুহূর্তে 'ফুলকি' সিরিয়ালে অভিনয় করছেন অভিষেক। আর সুরভীকে দেখা যাচ্ছে 'হরগৌরী স্পাইস হোটেল' সিরিয়ালে।
'গঙ্গারাম'-এর পর থেকে আর প্রেমিকা সুরভীর সঙ্গে পর্দায় কাজ করা হয়ে ওঠেনি অভিষেক বসুর। তবে'গঙ্গারাম'এর পর থেকে মূলত নায়কের চরিত্রে বহু অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছেন অভিষেক। যদিও সুরভী খল চরিত্রেও কাজ করেছেন। আর তাই সুরভীর সেভাবেও অন্য নায়কের সঙ্গে রোম্যান্স করার সুযোগ মেলেনি। তাই বহু অনুরাগীর মনেই প্রশ্ন জাগে ভালোবাসার মানুষ অভিষেককে পর্দায় অন্য অভিনেত্রীদের সঙ্গে রোম্যান্স করতে দেখে, ঘনিষ্ঠ দৃশ্যে দেখে কী অনুভূতি হয় সুরভীর? রাগ হয় নাকি? একটু হলেও কি হিংসে হয় না সুরভীর!
আরও পড়ুন-‘কাঞ্চন ইমোশনাল ফুল’!, সদ্য বিয়ে করেই কেন স্বামীকে নিয়ে একথা বললেন শ্রীময়ী?
এবিষয়ে সম্প্রতি TV9কে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বসু বলেন, ‘সুরভী তো অভিনেত্রী। তাই ওর কাছে এই বিষয়গুলো বোঝে। এগুলো নিয়ে বিশেষ অসুবিধা হয় না। গঙ্গারামে ওকে আমার বিপরীতে কাস্ট করা হয়েছিল। তখন ওর (সুরভী) সঙ্গেই আমার রোম্যান্টিক দৃশ্য ছিল। ফলে ওর এগুলো বুঝতে বা মানতে অসুবিধা হয় না। তাছাড়া পর্দায় কোন নায়িকার সঙ্গে আমি কী রোম্যান্স করলাম ওকে আমি ফিরে এসে বলে দিই। এমনকি রোহিত (অভিষেকের চরিত্র) ফুলকির রোম্যান্স নিয়েও সুরভীর সঙ্গে আমার কথা হয়। নায়িকার দিকে আমি সেটে কীভাবে তাকাই সেটাও ওকে বলি।’
এই মুহূর্তে 'ফুলকি' সিরিয়ালে বক্সার ফুলকির স্বামী হলেন 'রোহিত' অভিষেক। সিরিয়ালে এখন দেখা যাচ্ছে ফুলকি রোহিতকে ডিভোর্স দিতে চায়। আর তা জেনে মাথা গোলমাল হয়ে যায় রোহিতের। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে চলছে 'ফুলকি'র শ্যুটিং।
তবে শুধু সিরিয়ালের শ্য়ুটিংই প্রায়ই 'ফুলকি' সঙ্গে রিল বানিয়েও সোশ্যালে পোস্ট করতে দেখা যায় অভিষেক বসুকে। তবে আবার সম্প্রতি ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকা সুরভীর সঙ্গেও রোম্যান্স করতে দেখা গিয়েছে অভিষেককে।