একটা সময় টলিউডের অন্যতম আদর্শ ও সুরেলা দম্পতি হিসাবে পরিচিত ছিলেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী । কিন্তু বছর দুয়েক আগে সকলকে অবাক করে ডিভোর্সের ঘোষণা সারেন দুজনে। গত বছর নভেম্বরে পরমে ঘর বেঁধেছেন পিয়া। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। সেই আলোচনা থিতু হতেই তৃতীয় বিয়ে সেরে ফেলেন অনুপম রায়। এই মাসের শুরুতেই গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেছেন তিনি। আরও পড়ুন-অনুপম মজে প্রশ্মিতায়, লাল পলাশের দেশে পরমের প্রেমে রাঙা পিয়া; দিলেন একান্তযাপনের ছবি
বিয়ের পর প্রথম দোল দুই নবদম্পতির। পরম-পিয়া একসঙ্গে রঙ মাখলেও সে সুযোগ পাননি অনুপম। কাজের সূত্রে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন অনুপম। ওপার বাংলায় গিয়ে রূপচাঁদা মাছের স্বাদ নিলেন অনুপম। এই মাছের সঙ্গে এপারের বাঙালিরা খুব বেশি পরিচিত নন। প্লেটে বেরেস্তা-শুকনো লঙ্কা দিয়ে সাজানো রূপচাঁদা মাছের ছবি দিয়েছেন অনুপম। পাশে রাখা গন্ধরাজ লেবুর টুকরো। কড়া করে ভাজা রূপচাঁদার উপর গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিলে স্বর্গ! এমনটাই বলেন এই মাছপ্রেমীরা।
এই ভাজা মাছ অনেকের কাছে একদম নতুন, কারুর খুব প্রিয়। অনুপম-ভক্তের মধ্যে রীতিমতো হইচই এই মাছকে ঘিরে। সেই মাছের পোস্টে ‘লাইক’ এল অনুপমের প্রাক্তন স্ত্রীর তরফেও। বিয়ে ভেঙেছে অনেক আগেই। তবুও ইনস্টাগ্রামে পরস্পরকে ফলো করেন অনুপম-পিয়া। শুধু নামমাত্র ফলো করেন এমনটা নয়, অনুপমের ছবিতে রীতিমতো ‘লাইক’ও দেন পিয়া।
রূপচাঁদা মাছের পোস্টেই শুধু পিয়া লাইক দিয়েছেন এমনটা নয়, অনুপম-প্রশ্মিতার বিয়ের অফিসিয়্যাল পোস্টেও জ্বলজ্বল করছে অনুপমের প্রাক্তনের আঁকা ভালোবাসার চিহ্ন। আশ্চর্যজনভাবে এই পোস্টে কিন্তু অনুপমের বউ প্রশ্মিতার তরফে কোনওরকম লাইক আসেনি!
তাঁদের বর্তমান আলাদা কিন্তু অতীতে জুড়ে ছিলেন অনুপম-পিয়া। ডিজিটাল দেওয়ালে আজও রয়ে গিয়েছে তাঁদের ফেলে আসা মুহূর্তের জলছবি। প্রাক্তনের স্মৃতি সযত্নে দুজনেই আগলে রেখেছেন অনুপম রায় ও তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। ডিভোর্সের ঘোষণার সময় অনুপম-পিয়া জানিয়েছেন, তাঁরা চিরকাল পরস্পরের বন্ধু থাকবেন। নতুন জীবন শুরু পরেও তাঁরা একেবারে ‘অচেনা’ হয়ে যাননি সেই উত্তর মিলল। অনুপম-প্রশ্মিতার বিয়ের পর পিয়া জানিয়েছিলেন, ‘আমি সত্যি বলতে অনুপমের শুভাকাঙ্খী। ও ভাল থাকুক, আমি সেটাই চাই সবসময়…।’ সেই চাওয়াটা একদম সত্যি, তা বুঝিয়ে দিলেন পিয়া।
পিয়ার আশা অনুপম-প্রশ্মিতার আগামী জীবন সুখের হবে। দুজনের প্রেম বা বিয়ের খবর আগে থেকেই জানতেন, সে কথাও জানাতে ভোলেননি পিয়া। অনুপমকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছিলেন পুরনো বন্ধু পরমব্রতও।