রবিবার, ১৪ এপ্রিল সকালে সলমন খানের বাড়ির সামনে প্রকাশ্যে গুলি চলে। তারপরই শোরগোল পড়ে গিয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী পূজা ভাট। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী নিজের ক্ষোভ উগরে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন।
পূজা ভাট সলমন খানের বাড়ির সামনে গুলি চলা নিয়ে কী বললেন?
এদিন এএনআইয়ের তরফে শেয়ার করা একটি রিপোর্ট শেয়ার করেন পূজা ভাট এবং একই সঙ্গে সেখানে নিরাপত্তা বাড়ানোর কথা বলেন। জানান বান্দ্রায় বিগত কয়েকদিনে চুরির ঘটনা বেড়েছে।
আরও পড়ুন: 'আপত্তি না, কিন্তু...' বাবলি করতে রাজিই ছিলেন না আবির! কিন্তু কেন?
তিনি এদিন টুইট করে লেখেন, 'ভয়ঙ্কর এবং নিন্দনীয়। এটা যদি খানদের বাড়ির বাইরে পুলিশের গাড়ি থাকা সত্বেও ঘটে থাকে তাহলে বলব নিরাপত্তা স্রেফ কল্পনা। আরও নজরদারি বাড়ানো উচিত বান্দ্রা অঞ্চলে। কিছুদিন আগে চুরি হচ্ছিল এখন আবার গুলি চলছে!'
কী বলছেন মহারাষ্ট্র পুলিশ?
এদিন এএনআইয়ের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে সলমন খানের বাড়ির সামনে যে গুলি চলেছে সেটা মহারাষ্ট্রের কোনও বাসিন্দা চালাননি। বরং বাইরে থেকে এসেই এই কাণ্ড ঘটানো হয়েছে। মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, 'যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা প্রকাশ্যে সলমন খানের বাড়ির সামনে গুলি চালিয়েছে তাঁরা মহারাষ্ট্রের বাইরে থেকে এসেছেন।' অভিনেতার বাড়ির সামনে থেকে একটি খালি শেল পাওয়া গিয়েছে বলেও তাঁরা জানিয়েছেন।
গুলি চলার পর সেলিম খানের সান্ধ্য ভ্রমণ
বাড়ির সামনে গুলি চললেও এতটুকু ভয় পাননি সলমন খানের বাবা সেলিম খান। ৮৮ বছর বয়সে এসেও তিনি অকুতোভয়। এদিন এই ঘটনার পরেও তিনি বিকেলে হাঁটতে বেরোন। সূত্রের তরফে ইটাইমসকে জানানো হয়েছে, 'সেলিম খান খুব একটা বিচলিত হননি। তিনি তাঁর রোজকার কাজ কর্ম চালিয়ে গিয়েছেন। তবে বাড়ির বাকিরা সবাই খুবই সচেতন এবং সতর্ক হয়ে আছেন। সলমন খানও নিরাপদে আছেন বাড়িতে।'
আরও পড়ুন: শিমুলকে হত্যার চেষ্টা, বাঁচাতে পারবে পরাগ?
কী ঘটেছে আসলে?
এদিন এএনআইয়ের একটি রিপোর্টে জানানো হয়েছে ভোর ৫টা নাগাদ দুজন ব্যক্তি সলমন খানের বাড়ির সামনে এসে গুলি চালিয়েছেন। প্রসঙ্গত বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে। অভিনেতাকে সাবধান করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তাঁরা। জানিয়েছেন এটাই শেষবার যখন তাঁরা সলমনকে সাবধান করলেন।