কার কাছে কই মনের কথা ধারাবাহিকে নতুন মোড় আসতেই জমে উঠেছে গল্প। এতদিন ধরে গল্পে দেখানো হয়েছে পরাগ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এবং একই সঙ্গে তার এবং শিমুলের সম্পর্ক ভালো হয়ে উঠছে। তারা একে অন্যের কাছাকাছি আসছে। মনের লুকানো অনুভূতি জাগছে। এরই মধ্যে চিঠি লিখে বেপাত্তা হয়ে যায় পরাগ। কিন্তু তাকে এসপির সাহায্য নিয়ে কী করে শিমুল বাঁচায় সেটা এখনও প্রকাশ্যে আসেনি। তার মধ্যেই প্রকাশ্যে এল নতুন প্রোমো।
আরও পড়ুন: পয়লা বৈশাখে বিশেষ চমক প্রসেনজিৎ - ঋতুপর্ণার, প্রকাশ্যে অযোগ্যর মুক্তির দিন, কবে আসছে ছবিটি?
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের প্রোমো
এই ধারাবাহিকের নতুন যে প্রোমো জি বাংলার তরফে প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে শিমুল একা স্কুল থেকে যখন ফিরছে দুজন দুষ্কৃতী তার উপর হামলা চালায়। প্রাথমিক ভাবে লাঠি দিয়ে তাদের মেরে শিমুলকে বাঁচায় পরাগ। আর তখন সেখানে আসে এসপিও। তারপর কী হয় সেটাই এখন দেখার। কারা আক্রমণ করেছিল শিমুলের উপর সেটার দিকেই এখন নজর সকলের।
আরও পড়ুন: 'এত প্যাচপ্যাচে গরম যে...' আইপিএলের মরশুমে পয়লা বৈশাখের আগে শহরে অনিন্দ্য, কীভাবে কাটাচ্ছেন নববর্ষ?
কে কী বলছেন?
অনেকেই এই নতুন প্রোমো দেখে খুশি হয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'এখন পরাগ আর শিমুলের গল্প দেখতে ভালো লাগছে।' আরেকজন লেখেন, 'পরাগের চরিত্র এতটাই খারাপ ছিল যে এখন মনে হচ্ছে এসব ভন্ডামি। হয়তো ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে এসব ও নিজেই করাচ্ছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এটা নির্ঘাত পলাশের কাজ।' অনেকেই সমর্থন করেছেন।
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
কার কাছে কই মনের কথা প্রসঙ্গে
কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি এতদিন জি বাংলায় সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ সম্প্রচারিত হতো। কিন্তু নতুন ধারাবাহিক অষ্টমী আসার ফলে সেই ধারাবাহিকের সময় বদলেছে। এখন এই মেগা সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।