রবিবার, ১৪ এপ্রিল সকালবেলার সলমন খানের বাড়ির সামনে এসে গুলি চালান কিছু ব্যক্তি। তারপরই হইচই পড়ে যায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী স্বয়ং ভাইজানকে ফোন করেছিলেন। তাঁর নিরাপত্তা বাড়ানোর কথাও বলেছেন তিনি। অন্যদিকে ইতিমধ্যেই বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই কাণ্ডের দায় স্বীকার করে নেওয়া হয়েছে। আর এসবের মাঝেই মহারাষ্ট্রের পুলিশের তরফে একটা বড় আপডেট দেওয়া হল।
আরও পড়ুন: পয়লা বৈশাখে বিশেষ চমক প্রসেনজিৎ - ঋতুপর্ণার, প্রকাশ্যে অযোগ্যর মুক্তির দিন, কবে আসছে ছবিটি?
সলমনের বাড়ির সামনে গুলি চালানোর কাণ্ড নিয়ে কী বলল মহারাষ্ট্রের পুলিশ
এদিন এএনআইয়ের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে সলমন খানের বাড়ির সামনে যে গুলি চলেছে সেটা মহারাষ্ট্রের কোনও বাসিন্দা চালাননি। বরং বাইরে থেকে এসেই এই কাণ্ড ঘটানো হয়েছে।
আরও পড়ুন: 'এত প্যাচপ্যাচে গরম যে...' আইপিএলের মরশুমে পয়লা বৈশাখের আগে শহরে অনিন্দ্য, কীভাবে কাটাচ্ছেন নববর্ষ?
মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, 'যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা প্রকাশ্যে সলমন খানের বাড়ির সামনে গুলি চালিয়েছে তাঁরা মহারাষ্ট্রের বাইরে থেকে এসেছেন।' অভিনেতার বাড়ির সামনে থেকে একটি খালি শেল পাওয়া গিয়েছে বলেও তাঁরা জানিয়েছেন।
সেলিম খানের সান্ধ্য ভ্রমণ
বাড়ির সামনে গুলি চললেও এতটুকু ভয় পাননি সলমন খানের বাবা সেলিম খান। ৮৮ বছর বয়সে এসেও তিনি অকুতোভয়। এদিন এই ঘটনার পরেও তিনি বিকেলে হাঁটতে বেরোন। সূত্রের তরফে ইটাইমসকে জানানো হয়েছে, 'সেলিম খান খুব একটা বিচলিত হননি। তিনি তাঁর রোজকার কাজ কর্ম চালিয়ে গিয়েছেন। তবে বাড়ির বাকিরা সবাই খুবই সচেতন এবং সতর্ক হয়ে আছেন। সলমন খানও নিরাপদে আছেন বাড়িতে।'
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
প্রসঙ্গত কিছুদিন আগেই ইদ গেল। সেদিন অভিনেতা ভক্তদের সঙ্গে দেখা করেন। আর কদিনের মধ্যেই এই কাণ্ড ঘটে গেল। এই প্রথম নয়। আগেও বহুবার বিষ্ণোই গ্যাংয়ের তরফে সলমন খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।