বাংলা নিউজ > বায়োস্কোপ > Pori Moni: 'আমি পেরেছি'! প্রথম বার সন্তানকে দেখে কী করলেন পরীমণি? ভিডিয়ো দিলেন স্বামী রাজ

Pori Moni: 'আমি পেরেছি'! প্রথম বার সন্তানকে দেখে কী করলেন পরীমণি? ভিডিয়ো দিলেন স্বামী রাজ

স্ত্রী এবং সন্তানের একটি ভিডিয়ো পোস্ট করলেন রাজ।

সন্তানের আগমনে যারপরনাই খুশি শরিফুল রাজ। অভিনেতার বিশ্বাস, তাঁর স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ মা হবেন। স্ত্রী-ছেলের আদুরে মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

বিতর্ক অতীত। শুরু হয়েছে জীবনের নতুন অধ্যায়। মা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। নির্ধারিত সময়ের আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সন্তানের আগমনে যারপরনাই খুশি শরিফুল রাজ। অভিনেতার বিশ্বাস, তাঁর স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ মা হবেন। স্ত্রী-ছেলের আদুরে মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। স্ত্রীর উদ্দেশে ফেসবুকে লিখেছেন, 'তুমি আমার জীবনে কতটা আনন্দ দিয়েছ, তা পরিমাপ করা সম্ভব নয়। জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়া আমার কাছে একটা আশীর্বাদ। তোমাকে দেখেই আমি নতুন জীবন পেয়েছি। তোমার সঙ্গে থাকতে পারা আমার কাছে সৌভাগ্য। তুমি আমার সব কিছু। আর আমার সব কিছু দিয়ে তোমাকে ভালোবাসি।'

মা-ছেলের মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করেছেন রাজ। দেখা যাচ্ছে, একরত্তিকে বুকে আগলে রয়েছেন পরীমণি। সেটাই তাঁদের প্রথম দেখা। আবেগে গলা বুজে আসছে অভিনেত্রীর। শারীরিক ক্লান্তি তখন নেহাতই তুচ্ছ! উচ্ছ্বসিত তিনি স্বামীকে বললেন, 'আমি পেরেছি রাজ।' ছোট্ট পরিবারের এই আনন্দের মুহূর্ত চাক্ষুষ করে আবেগঘন অনুরাগীরা। পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তার বন্যা।

ছেলের মুখ দেখানোর সঙ্গেই তাঁর আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছেন পরীমণি। সন্তানের জন্মের আগেই বরের সঙ্গে তার নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। নিজেদের ইচ্ছের কথা মাথায় রেখে ছেলের নাম দিয়েছেন শাহীদ মুহাম্মদ রাজ্য।

(আরও পড়ুন: পরীমনি-রাজের ‘রাজপুত্র’র প্রথম ছবি প্রকাশ্যে, ছেলের কী নাম রাখলেন নায়িকা?)

গিয়াস উদ্দিন সেলিমের 'গুণিন'-এ অভিনয় সূত্রে রাজের সঙ্গে পরীর আলাপ। সেই আলাপ থেকে প্রেম। তার পর বিয়ে। এ বার আরও এক ধাপ এগিয়ে গেলেন তাঁরা। স্বামী-স্ত্রী থেকে মা-বাবায় উত্তরণ। নতুন অতিথিকে কেন্দ্র করেই আবর্তিত হবে তাদের জীবনের গল্প।

(আরও পড়ুন: মা হলেন পরীমনি, ছেলে হল না মেয়ে? জানালেন স্বামী শরিফুল রাজ)

বন্ধ করুন