বাংলা নিউজ > বায়োস্কোপ > Jiya Shankar-Jad Hadid: ‘জাদ-এর স্পর্শে অস্বস্তি বোধ করতাম’, Bigg Boss OTT শেষে মুখ খুললেন জিয়া শঙ্কর

Jiya Shankar-Jad Hadid: ‘জাদ-এর স্পর্শে অস্বস্তি বোধ করতাম’, Bigg Boss OTT শেষে মুখ খুললেন জিয়া শঙ্কর

জিয়া শঙ্কর-জাদ হাদিদ

জিয়ার কথায়, ‘বিগ বস থেকে আমি এটাই শিখেছি যে, যদি তুমি কোনও কিছু পছন্দ করছো না, যদি কোনও কিছুতে অস্বস্তি হচ্ছে, তাহলে সেটা নিয়ে অবশ্যই মুখ খোলা উচিত। যদি সামনের লোকটি ভুল নাও হয়, তাহলেও তাঁর কাজ, মতামতকে সম্মান দেখিয়েও তোমাকে তোমারটা বলতে হবে। বলা উচিত আমার পছন্দ হচ্ছে না, তাই এটা কোরো না।’

বিগ বস OTT-২-শেষ। আর বিগ বসের ঘর থেকে বের হয়েই প্রতিযোগী জাদ হাদিদ-কে নিয়ে বিস্ফোরক প্রতিযোগী জিয়া শঙ্কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিয়া বলেন, 'জাদের স্পর্শ ভীষণই অস্বস্তিকর ছিল। তবে আমি বলে উঠতে পারি নি। ভাবছিলাম, ও হয়ত এমনই, হয়ত আমি যেমনটা ভাবছি, ও হয়ত তেমনটা বোঝাতে চাইছে না। তবে এটা সত্যি যে আমার অস্বস্তি হত, আমি ওর সঙ্গে স্বচ্ছন্দ্য ছিলাম না। আর আমার বলা উচিত ছিল।'

জিয়ার শঙ্কর একথা মেনে নেন যে, বিগ বসের বাড়ি তাঁকে অনেক বেশি কথা বলতে শিখিয়েছে। জিয়ার কথায়, ‘বিগ বস থেকে আমি এটাই শিখেছি যে, যদি তুমি কোনও কিছু পছন্দ করছো না, যদি কোনও কিছুতে অস্বস্তি হচ্ছে, তাহলে সেটা নিয়ে অবশ্যই মুখ খোলা উচিত। যদি সামনের লোকটি ভুল নাও হয়, তাহলেও তাঁর কাজ, মতামতকে সম্মান দেখিয়েও তোমাকে তোমারটা বলতে হবে। যে আমি ওঁর প্রতি সম্মান জানিয়েই বলছি, এটাতে আমি ঠিক স্বচ্ছন্দ্য নই, আমার পছন্দ হচ্ছে না, তাই এটা কোরো না।’

আরও পড়ুন-বউ চটেছে, আমি নাকি বাড়িই থাকি না, এবার তাই ছুটি চাই: পঙ্কজ ত্রিপাঠি

আরও পড়ুন-কনসার্ট চলাকালীন নিককে এটা কী ছুড়ে মারলেন অনুরাগী! বেজায় চটলেন প্রিয়াঙ্কার বর

জিয়া শঙ্করের কথায়, ‘বিগ বস হল এমন একটা জায়গা, যেখানে আপনি প্রকৃতিগতভাবে যেমন ঠিক তেমনটাই প্রকাশ করতে পারবেন। এখানে লুকোচুরির কিছু নেই।’

বিগ বসের বাড়ি থেকে বের হয়ে পূজা ভাটকে নিয়েও মুখ খুলেছেন জিয়া শঙ্কর। জিয়াকে 'বিষ' বলে কটাক্ষ করেছিলেন পূজা। সেপ্রসঙ্গে সাক্ষাৎকারে জিয়া বলেন, ‘আমিও ওঁর সামনে দাঁড়িয়ে প্রত্যুত্তর করেছি। আমি ভয় পাইনি। আমি কিন্তু ওকে সম্মানই দেখিয়েছি। আমি নিজের জন্য অবস্থান নিয়েছি, সীমা অতিক্রম করিনি। আমি যা করেছি, সম্মানের সঙ্গেই করেছি। উনি আমাকে অনেক কথা-ই বলেছেন যে আমি নাকি ইন্ডাস্ট্রিতে কাজ পাব না, ইত্যাদি ইত্যাদি।’ 

বিগ বসের ঘরে লাগাতার তাঁর উপর পূজা ভাটের আক্রমণ প্রসঙ্গে জিয়া শঙ্কর বলেন, ‘এটা খুব বিরক্তিকর ছিল। মনে হয়েছিল কে আমাকে সমর্থন করবে? এমন করার কারণটাই বা কি ছিল? আমি বাচ্চার মত কথা বলি বলে? আমি তো এমনই, আর কেনই বা নিজেকে বদলাবো?’

 

 

বন্ধ করুন