গদর-২ ব্লকবাস্টার। আর সানি দেওল উন্মাদনার কথা মাথায় রেখে বর্ডার-২ আনছেন নির্মাতারা। এখবর তো এখন পুরনো। এবার দর্শকদের সানি প্রেম, দেশভক্তির কথায় মাথায় রেখে সানি দেওলের আরও একটি ছবির সিক্যুয়েল আনার কথা ঘোষণা হয়ে গেল। আর এটি হল ‘মা তুঝে সলম-২’।
২০০২-এ মুক্তি পাওয়া পরিচালক তিনু বর্মার ছবি ছিল ‘মা তুঝে সলম'। সেসময় এই ছবিটিও ব্লকবাস্টার ছিল। তথ্য বলছে, ১৩ কোটির ছবি, সেসময় দাঁড়িয়ে ব্যবসা করেছিল ২২ কোটি টাকা। এবার সাম্প্রতিক সানি উন্মাদনার কথা মাথায় রেখে আবারও সেই ছবির সিক্যুয়েল আনার কথা জানিয়েছেন নির্মাতারা। ২০ অগস্ট 'মা তুঝে সালাম ২'র ঘোষণার পর ছবির একটা পোস্টারও শেয়ার করেন নির্মাতারা। যেটি বাণিজ্য বিশ্লেষক অতুল মোহনও তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। যেখানে দেশের জাতীয় পতাকা আর তেরঙ্গার রঙে লেখা ছবির নাম ‘মা তুঝে সলম-২'। আর হিন্দিতে লেখা ছবির সংলাপ। ২০০২ এই ছবির সুপারহিট ডায়ালগ ছিল ‘দুধ মাঙ্গোগে তো খীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গোগে তো চিড় দেঙ্গে’। এবার তার আরও একধাপ এগিয়ে লেখা হয়েছে, ‘দুধ চাইলে খrর দেব, কাশ্মীর চাইলে লাহোরও কেড়ে নেব।’ যদিও ছবির নির্মাতারা এখনও এই ছবির অভিনেতাদের নাম ঘোষণা করেননি। তবে আশা করা হচ্ছে, এই ছবিতে সানি দেওল থাকবেন।
আরও পড়ুন-গদর-২ এর সাফল্যের পর এবার বর্ডার-২নিয়ে আসছেন সানি, থাকছেন আর কারা?
২০০২-এর ‘মা তুঝে সলাম’-এ সানি দেওল ছাড়াও ছিলেন আরবাজ খান ও তাবু। এটি কাশ্মীরের প্রেক্ষাপটে মেজর প্রতাপ সিং (সানি দেওল) এর গল্প ছিল, যিনি সীমান্তের ওপারে শত্রুদের সঙ্গে লড়াই করেছিলেন। ‘মা তুঝে সলাম’ ২৫ জানুয়ারি ২০০২-এ মুক্তি পেয়েছিল। প্রজাতন্ত্র দিবসের এক দিন আগে এবং গদর - এক প্রেম কথা (২০০১) এর প্রায় ছয় মাস পরে। এই ছবিটিও ব্লকবাস্টার হয়। দেশপ্রেমের আবেগে ছবিটি ভালো রিভিউ পেয়েছিল। যদিও ছবির মাঝখানে সানি দেওলকে অনুপস্থিত বলে অভিযোগ করেছিলেন অনেকে। এখন দেখার বিষয় 'মা তুঝে সালাম 2-তে শেষ পর্যন্ত সানি দেওল থাকবেন নাকি অন্যা শিল্পীদের নিয়ে ছবি তৈরি হবে। এদিকে মা তুঝে সালাম ২-এর পোস্টারে শুধুমাত্র প্রযোজক মহেন্দ্র ধারিওয়ালের নাম রয়েছে। পরিচালকের নাম এখনো কোনো ঘোষণা করা হয়নি।