সালার এবং ডাঙ্কি মাত্র একদিনের ব্যবধানে মুক্তি পেয়েছে। আর তারপর থেকেই প্রভাস এবং শাহরুখ খানের ভক্তদের মধ্যে ধুন্ধুমার যুদ্ধ লেগেছে যে কার ছবি কাকে টেক্কা দিল। এবার প্রশান্ত নীল অর্থাৎ সালার ছবির পরিচালক জানিয়েছেন যে এই দুই ছবির মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।
ডাঙ্কি ভার্সেস সালার লড়াই নিয়ে কী বললেন প্রশান্ত নীল?
সালার ছবিটিতে প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারান আছেন। অন্যদিকে ডাঙ্কিতে রয়েছেন শাহরুখ খান, তাপসী পান্নু। ক্রিসমাসের ঠিক মুখে মুক্তি পেয়েছিল ছবি দুটো। তাদের বক্স অফিস এবং সোশ্যাল মিডিয়া সংঘাত নিয়ে এবার মুখ খুললেন প্রশান্ত নীল। পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন ভক্তরাই এই দুই ছবির মধ্যে লড়াই বাঁধিয়ে সেটাকে খারাপ করে তুলেছে।
আরও পড়ুন: দেশ-দেশান্তরের কাঁটাতার পেরিয়ে আফ্রিকান যুবকের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত! ঝরঝরে বাংলায় গাইলেন কোন গান?
আরও পড়ুন: 'ফিল্ম ইন্ডাস্ট্রি আমার সঙ্গে ...' বছর শেষের আগে বলিউডের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন সুধা
প্রশান্ত নীল তাঁর বক্তব্যে জানান, 'এটাই হয় সিনেমা। আপনি আপনার হিরোর হয়ে সমর্থন করে। আর অনুভূতি তখন সব কিছুকেই ছাপিয়ে যায়। ভক্তদের কাছে হয়তো এটা যুদ্ধের মতোই একটা। কিন্তু আমাদের কাছে সেটা নয়। আমরা একসঙ্গে ভালো ব্যবসা করতে চাই। আমি এসব নিয়ে কথা বলতে চাই না। দুজনেই ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা।'
তিনি এরপর একই সঙ্গে বলেছেন, 'যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা ভারতীয় ছবির জন্য ঠিক নয়। তাই এটাকে ইগনোর করাই ভালো। ডাঙ্কি এবং সালারের মধ্যে কোনও লড়াই নেই। আমার মনে হয় না ডাঙ্কি বা সালার ছবির নির্মাতারা কেউই এমন কিছু ভেবেছেন। এটা কোনও ক্রিকেট ম্যাচ নয়। আমরা স্রেফ দর্শকদের বিনোদন দিতে চাই।'
ডাঙ্কি এবং সালার ছবির বক্স অফিস কালেকশন
আট দিনেই সালার ৫৫৬.৮৪ কোটি টাকা আয় করে ফেলেছে। অন্যদিকে ডাঙ্কি ৩২৩.৭৭ কোটি টাকা আয় করেছে।