সম্প্রতি লখনউ বেড়াতে এসেছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী সুধা চন্দ্রন। যদিও এটা তাঁর প্রথম নবাবদের শহরে বেড়াতে যাওয়া নয়, তবুও তিনি জানিয়েছেন তিনি তাঁর এবারের ট্রিপ আবারও নতুন ভাবে উপভোগ করেছেন। সুধার কথায়, 'লখনউ কখনই আমাকে মুগ্ধ করতে ছাড়ে না। আমি বারবার এই শহরের সংস্কৃতি, ঐতিহ্য দেখে মুগ্ধ হয়ে যাই। আমি এবারও ইমামবাড়া গিয়েছিলাম, রুমি গেট দেখেছি।' তিনি একই সঙ্গে তাঁর এই সফর প্রসঙ্গে জানিয়েছেন তিনি হজরতগঞ্জের বিখ্যাত চাট খেয়েছেন। সেখানেই তিনি কথায় কথায় জানিয়েছেন তাঁর বলিউড কেরিয়ার থেকে শুরু করে এই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে তাঁর ক্ষোভের কথা।
এবার তিনি এখানে ঘুরতে এসে গিয়েছিলেন ভুল ভুলাইয়াতে। আগে বহুবার এসে এটার কথা শুনেছেন। এবার সেখানে গিয়ে সেটার অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী তাঁর বক্তব্যে বলেছেন, ‘আমি যখন প্রথম ভুল ভুলাইয়াতে পা দিই গোটা বিষয়টা খুব জটিল মনে হচ্ছিল আমার। কিন্তু যত এগিয়েছি তত যেন এটা নিজেই আমাকে পথ দেখিয়েছে। আমার মনে হয় আমাদের জীবনও তাই। ভুল ভুলাইয়া আমার কাছে একটা শিক্ষার মতো।’
আরও পড়ুন: দেশ-দেশান্তরের কাঁটাতার পেরিয়ে আফ্রিকান যুবকের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত! ঝরঝরে বাংলায় গাইলেন কোন গান?
এরপর অভিনেত্রীকে তাঁর কেরিয়ার নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি জানান বলিউড তাঁকে মোটেই সেভাবে ব্যবহার করতে পারেনি। তাঁর কথায়, 'ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে কখনই সেভাবে ব্যবহার করতে পারেনি। আমি হয়তো নিজেকে বুঝিয়ে নিতাম যে আমি ভালো অভিনেত্রী নই, যদি না টিভি আমায় সেভাবে ব্যবহার করত। আমি টিভির সেই অভিনেত্রীদের একজন যাঁদের সম্পূর্ণ ভাবে ব্যবহার করা হয়েছে, দুর্দান্ত চরিত্র দেওয়া হয়েছে। আমি একাধিক হিট ছবিতে কাজ করার পরও আমি অফার পাই না। আমি কোথাও নেই সেই ইন্ডাস্ট্রির। আমায় অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমি কেন ছবি করছি না। আমি একটাই কথা বলি, যখন আমায় ডাকবে তখন করব।'