বিয়ের পর মার্কিন মুলুকে থাকন অভিনেত্রী প্রীতি জিন্টা। দীর্ঘ দিন পর ভারতে ফিরলেন বলিউডের ডিম্পল গার্ল। দেশে ফিরেই কাছের বন্ধুদের সঙ্গে সপ্তাহান্তে ছুটি কাটালেন অভিনেত্রী। অন্দরসজ্জা শিল্পী সুজান খান, আরসালান গোনি এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে চুটিয়ে পার্টি করেছেন প্রীতি, নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সেই ছবি এবং ভিডিয়ো।
একটি ভিডিয়োতে প্রীতিকে রৌদ্রজ্জ্বল সকালে বোটের মধ্যে বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছে। রঙিন হল্টার নেক পোশাকের সঙ্গে চোখে রোদচশমা এবং মাথায় টুপি পরেছেন তিনি। সুজান খান এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি।
সকলে মিলে বোটে করে কাছাকাছি কোনও গন্তব্যে বেড়াতে গিয়েছিলেন। বন্ধুদের মধ্যে ছিলেন ডিজাইনার সুরিলি গোয়েল এবং রেনু চাইনানি। একটি ছবিতে করিশ্মা কাপুর, প্রীতি, সুজান এবং আরসালানকে একসঙ্গে দেখা গিয়েছে।
আরও পড়ুন: বলেছিলেন বাচ্চা নেবেন না, সিদ্ধান্ত বদলে অন্তঃসত্ত্বা উপাসনা, বাবা হচ্ছেন রামচরণ
মুম্বইয়ের তাজমহল হোটেলের সামনে জেটিতে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রীতি। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বাহ, তাজ।’
গত সপ্তাহে মুম্বই ফিরেছেন প্রীতি। সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। মন্দির দর্শনের একটি ভিডিয়ো শেয়ার করেছেন।
মণিরত্নমের ‘দিল সে’ দিয়ে একটি ছোট চরিত্রে অভিনয়ে জগতে আত্মপ্রকাশ করেন প্রীতি। এরপর থেকে তিনি সোলজার, দিল চাহতা হ্যায়, কোই মিল গায়া, কাল হো না হো, বীর-জারা এবং কাভি আলবিদা না কেহনা সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ২০১৩ সালে প্রীতি প্যারিসে ইশক-এর প্রযোজক হয়েছিলেন, যেখানে তিনি অভিনয়ও করেছিলেন। তবে ছবিটি বক্স অফিসে তেমন একটা ব্যবসা করতে পারেনি।
২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে জেনে গুডেনাফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতি। জেনে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জলবিদ্যুৎ কোম্পানি NLine Energy-তে কর্মরত। ২০২১ সালের নভেম্বরে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান জয় এবং জিয়া-র বাবা-মা হন প্রীতি এবং জেনে গুডেনাফ। এক ছেলে ও এক মেয়ের মা এখন ‘সোলজার’ নায়িকা। ৪৬ বছরের এই অভিনেত্রী ধ্যান-জ্ঞান এখন ছেলে-মেয়েরা। বর্তমানে অভিনয় জগত থেকে দূরে অভিনেত্রী, চুটিয়ে সংসার করছেন।