বলিপাড়ায় ফের বিয়ের সানাই! বিয়ের পিঁড়িতে বসেছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা প্রেমনাথের নাতি আদিরাজ। পাত্রী দীর্ঘ দিনের প্রেমিকা শালিনা। তারকা-খচিত অনুষ্ঠানে হাজির হয়েছেন ধর্মেন্দ্র এবং জ্যাকি শ্রফের মতো বলিউড সেলেবরা।
বিয়ের দিন আদিরাজের স্ত্রী শালিনাকে চিকনকারি কাজের সঙ্গে প্যাস্টেল-টোনড লেহেঙ্গায় দেখা মিলেছে। বিয়ের সাজে অপরূপা নববধূ। পোশাকের সঙ্গে স্টেটমেন্ট গয়না পরেছেন। প্যাস্টেল রঙের শেরওয়ানি এবং মাথায় সোনালি রঙের পাগড়ি পরেছেন আদিরাজ।
এ দিন রাত ৩টে পর্যন্ত রিসেপশন অনুষ্ঠান চলেছেন আদিরাজ এবং শালিনার। নব দম্পতি পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েছেন ধর্মেন্দ্র এবং জ্যাকি শ্রফের। আরও পড়ুন: কেমন সাজানো হয়েছে ‘বিগ বস ওটিটি ২’-এর বাড়ি, রইল বেডরুম, রান্নাঘর, পুলের ভিডিয়ো

প্রেমনাথের নাতি আদিরাজ এবং নববধূ শালিনা
ধর্মেন্দ্র এবং প্রেমনাথ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। রাজা জানি, লোফার, ক্রোধী এবং আরও একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তাঁদের মধ্যে সিনেমার সেট থেকে পারিবারিক সখ্যতা গড়ে উঠেছে। মুহূর্তটি অত্যন্ত বিশেষ কারণ প্রয়াত বন্ধুর নাতিকে আশীর্বাদ করার জন্য তাঁর নিজের নাতির বিয়ের উত্সব থেকে সময় বের করেছিলেন ধর্মেন্দ্র।
মনে হচ্ছে ধর্মেন্দ্র তাঁর নাতি করণের বিয়ের উৎসবে যোগদান না দেওয়ার অন্যতম কারণ, প্রয়াত বন্ধুর নাতি আদিরাজের বড় দিনে অভিনেতা উপস্থিত থাকতে চেয়েছিলেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)