মাত্র কয়েকদিন আগেই বারো বছরের খরা কাটিয়ে অবশেষে CCL এ বিজয়ী হয়েছে বাংলার টিম বেঙ্গল টাইগার্স। আর সেই লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন রাহুল মজুমদার। তাঁর ফাটাফাটি ইনিংসের উপর ভর করেই এই কাঙ্ক্ষিত জয় পেয়েছে বাংলা। কিন্তু একি! হঠাৎ তিনি এবং তাঁর স্ত্রী সমালোচনার মুখে পড়লেন কেন?
আরও পড়ুন: অ্যানিম্যাল বিতর্কে সন্দীপের পাশেই সৃজিত? বললেন, 'ছবিতে কী কতটা থাকবে সেটা পরিচালকের...'
কটাক্ষের মুখে রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস
এদিন প্রীতি বিশ্বাস CCL চলছিল যে সময় সেই সময়ের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে একটি সোফায় আধ শোয়া হয়ে আছেন প্রীতি। আর তাঁকে মোজা পরিয়ে জুতো পরিয়ে দিচ্ছেন তাঁর বেটার হাফ রাহুল মজুমদার। অভিনেত্রীর পরনে বেঙ্গল টাইগার্সের জার্সি। অন্যদিকে রাহুল একটি সবুজ টিশার্ট এবং প্যান্ট পরা। ভিডিয়োর শেষে বরকে একটা চুমুও খেতে দেখা যায় প্রীতিকে। এই ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী অনেকগুলো লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন ক্যাপশনে।
আরও পড়ুন: দীর্ঘদিন ডিপ্রেশনের শিকার ছিলেন গুলশানারা! দিদি নম্বর ওয়ানে বললেন, 'থিয়েটারের জন্যই আমি...'
এই ভিডিয়ো পোস্ট করেই ট্রোল্ড হয়েছেন তাঁরা। নানা লোকে নানা কথা শুনিয়েছে তাঁদেরকে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'বরটা ভালো বলে এই ভাবে সবাইকে দেখিয়ে কি মজা লাগে কে জানে বাপু। এতে বরকে ছোট করা হয়, এতে ভালোবাসা জাহির করা হয় না।' আরেক ব্যক্তি লেখেন, 'কোনও সেন্স নেই তাই এসব পোস্ট করেছেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বরকে দিয়ে জুতো মোজা পরাচ্ছে আবার কায়দা করে সেটার ভিডিয়ো তুলে পোস্ট করেছে। কী অসভ্য রে বাবা।'
আরও পড়ুন: 'কেউ পাত্তা দিচ্ছে না তাই এখন...' মোদীর পর এবার কুণাল কামরার নিশানায় সলমন, ক্ষুব্ধ ভাইজানের ভক্তরা
আরও পড়ুন: 'ঠিক করেছি হোলিতে...' রোহনের সঙ্গে প্রেমের জল্পনা তুঙ্গে, এবার কীভাবে দোল কাটাচ্ছেন অঙ্গনা?
কে এই রাহুল মজুমদার?
রাহুল মজুমদার ছোট পর্দার অতি চেনা মুখ। তাঁকে বর্তমানে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে মুখ্য ভূমিকায়, শঙ্কর নামক চরিত্রে দেখা যাচ্ছে। তিনি এবার CCL এ বাংলার দলের অন্যতম সদস্য ছিলেন। তিনিই এবার ম্যান অব দ্য ম্যাচ এবং সেরা ব্যাটসম্যান হয়েছেন।