জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর মায়ের সঙ্গে প্রথমবার এদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। ১ বছরের মেয়েকে নিয়ে বৃহস্পতিবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করলেন প্রিয়াঙ্কা। যদিও প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসকে এদিন মন্দিরে দেখা যায়নি।
বৃহস্পতিবার সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়ে গণেশ প্রতিমার সামনে পোজ দিতে দেখা যায় মেয়ে মালতীকে নিয়ে ছবি তুলতে দেখা যায়। ছোট্ট মালতী অবশ্য এদিন বেশ শান্তই ছিল, কৌতুহলী দৃষ্টিতে চারিদিকে দেখতে দেখা যায় তাকে। সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে ওই ভিডিয়োটি মুঠোফোনে বন্দি করেছেন। খুব সম্ভবত তাঁরা প্রিয়াঙ্কার সঙ্গেই সেখানে পৌঁছেছিলেন। ভিডিয়োটি নেটদুনিয়ায় উঠে আসতেই নেটপাড়ার বাসিন্দাদের বিভিন্ন মন্তব্য সামনে এসেছে। কেউ লিখেছেন, ‘কী শান্ত বাচ্চা!’ কারোর কথায়, ‘আমার বাচ্চা ভীষণই ভালোলাগে।’ কারোর কথায়, ‘ঈশ্বরের আশীর্বাদ, প্রার্থনা চাওয়ার সময় ছবি তোলা ভীষণই বিরক্তিকর। প্রিয়াঙ্কা নিশ্চয় এগুলো পোস্ট করবেন, সবই লোক দেখানো ছাড়া আর কিছুই নয়।’
আরও পড়ুন-‘বেশি কথা বলব না, তাহলে আরও ভেঙে পড়ব!’ বলতেই গলা ধরে এল রণজয় বিষ্ণুর, কী ঘটেছে?
এদিন প্রিয়াঙ্কা চোপড়ার পরনে ছিল সি গ্রিন রঙের সালোয়ার কুর্তা, সঙ্গে গায়ে জড়িয়েছিলেন লাল উত্তরীয়। একইভাবে মেয়ে মালতীকেও তিনি এই রঙের একটি ড্রেস পরিয়েছিলেন। তারও গায়ে ছিল শ্রী গণেশ লেখা গেরুয়া উত্তরীয়। মন্দিরের পুরোহিত প্রিয়াঙ্কা ও মালতীর কপালে পুজোর টিকা লাগিয়ে দেন। সিদ্ধি বিনায়ক দর্শনের বেশকয়েকটি ছবি প্রিয়াঙ্কাও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘এমএম-এর প্রথম ভারত ভ্রমণ শ্রী সিদ্ধিবিনায়কের আশীর্বাদে নিয়ে সম্পূর্ণ হল।’
আরও পড়ুন-‘বাচ্চাকে ধাক্কা দিচ্ছেন কেন? সাবধান!’ সেলফির নামে মেয়েকে ধাক্কা, বিরক্ত রবিনা
গত ৩১ মার্চ দেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর সঙ্গী স্বামী নিক জোনাস মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। দেশে এসেই স্বামী নিককে নিয়ে যোগ দিয়েছিলেন তিনদিন ব্যাপী আয়োজিত মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের গ্র্যান্ড ওপেনিং-এ। মুম্বইয়ে প্রিয়াঙ্কা তাঁর আগামী স্পাই-থ্রিলার ওয়েব সিরিজ সিটাডেলের প্রচারও করেন, সঙ্গী ছিলেন সহ অভিনেতা রিচার্ড ম্যাডেন। আগামী ২৮ এপ্রিল ৪০টি ভাষায় মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। এছাড়াও ইংরাজি ছবি 'লাভ এগেইন'-এও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। যেটি মুক্তি পাবে আগামী মে মাসে। ফারহান আখতারের 'জি লে জারা'-তেও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।