পুজোর ছবি নিয়ে বাঙালি সিনেমাপ্রেমী দর্শকদের একটা আলাদা আবেগ থাকে। পুজোর ৫ দিন ঠাকুর দেখা, পেটপুজোর মাঝে সিনেমাহলেও ভিড় জমান দর্শক। বিশেষ করে যাঁরা ভিড় ঠেলে ঠাকুর দেখতে পছন্দ করেন না, তাঁরা সিনেমাহলেই ভিড় জমান। আর ২০২৩-এর দুর্গাপুজোতে মুক্তি পেয়েছে একাধিক বাংলা ছবি। দর্শক কাকে ছেড়ে কাকে বাছবে, ঠিক করাই দায়! দেব-প্রসেনজিৎ, যিশু, আবির, মিমি, কোয়েলরা এবার মুখোমুখি পুজোর ছবির লড়াইয়ে।
ইতিমধ্যেই 'বাঘাযতীন', ‘দশম অবতার’, ‘রক্তবীজ’, ‘মিতিন মাসি’ ছবিগুলি জুড়ে দর্শক ও ফিল্ম সমালোচকদের নানান প্রতিক্রিয়া উঠে এসেছে। কারোর পছন্দ 'বাঘাযতীন', কারোর আবার 'দশম অবতার', কেউ বলছেন 'রক্তবীজ', ‘মিতিন মাসি’র কথা। এরই মাঝে বিস্ফোরক অভিযোগ করলেন প্রযোজক, অভিনেতা দেব। তাঁর অভিযোগ, ছবি কেমন হয়েছে, সেকথা জানাতে গিয়ে কিছু লোকজন ইচ্ছাকৃতভাবে বাঘাযতীনকে কম রেটিং দিচ্ছেন।
আরও পড়ুন-অঞ্জলি দেওয়ার আগে দুর্গাপুজো মণ্ডপ থেকে পড়ে গেলেন কাজল, অল্পের জন্য…
হ্য়াঁ, এমনই অভিযোগ করছেন প্রযোজক, তথা পর্দার 'বাঘা যতীন' দেব। তাঁর কথায়, ‘কিছু লোক আছেন যাঁরা তাঁদের ব্যক্তিগত/লুকানো এজেন্ডাগুলির জন্য অনলাইনে #বাঘাযতীনের জন্য কম এবং জাল রেটিং দিচ্ছেন..।’ দেবের প্রশ্ন, ‘কিন্তু আপনি কি মনে করেন না যে ন্যায্য খেলার এবং সত্যিকারের সিনেমাকে সমর্থন করার জন্য এগিয়ে আসার সময় এসেছে? আসুন পরিবর্তন আনতে সাহায্য করার জন্য পরিবর্তনের জন্য বাস্তব হই..’। ‘বাঘাযতীন’কে ইচ্ছাকৃতভাবে কম রেটিং দেওয়ার অভিযোগ করে প্রথমে টুইট করেছিলেন মৈনাক ভট্টাচার্য নামে দেবের এক অনুরাগী। তাঁরই টুইট রি-টুইট করে একই অভিযোগ এনেছেন দেব।
গত ১৮ অক্টোবর পাওয়া খবর অনুসারে, বাংলায় হিন্দি ছবি 'গণপথ' পেয়েছে ১৫৩টা শো, 'দশম অবতার' পেয়েছে.২১৪টি শো, ‘বাঘা যতীন’ পেয়েছে ১৬৬ টি শো, ‘মিতিন মাসি’ ১০৪টি শো, আর ‘রক্তবীজ’ ১২৯টি শো, আর হিন্দি ছবি ‘লিও’ পেয়েছে ৪২টা শো।
এদিকে শেষ পাওয়া খবর অনুসারে, ষষ্ঠীতে সবচেয়ে বেশি দর্শক এসেছিলেন সৃজিতের ‘দশম অবতার’ দেখতে। ৫৭টি শোতেই দর্শক ছিল ভর্তি। যার মধ্যে ২টি হাউজ ফুল। বাঘা যতীনের ২৩টি শো প্রায় ভর্তি দর্শক পায়, যার ১টি হাউজফুল। রক্তবীজের দখলে থাকা ২৬টি শো-ই ছিল প্রায় ভর্তি। এক্ষেত্রে অনেকটাই পিছিয়েমিতিন মাসি। মাত্র ৮ খানি শো প্রায় দর্শক ভর্তি এবং ১টি ছিল হাউজফুল।
প্রসঙ্গত, দর্শকদের দেবের ছবি নিয়ে বরাবরই উন্মাদনা থাকে। করোনা পরবর্তী সময়ে দেব অভিনীত ‘প্রজাপতি’, ‘টনিক’-- দু'দুটো হিট দিয়েছেন প্রযোজক, অভিনেতা দেব। যদিও শেষ রিলিজ ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সেভাবে কামাল দেখাতে পারেনি। এদিকে এর আগে সৃজিতের ‘বাইশে শ্রাবণ’, ‘দ্বিতীয় পুরুষ’ ছিল হিটে। দুটো থ্রিলারই দর্শকের মনে ধরেছিল। আর তাই ‘দশম অবতার’ নিয়েও আলাদা উন্মাদনা রয়েছে। তবে দশম অবতার আর বাঘাযতীন-এর কমন ফ্যাক্টর , এই যে দুটোতেই রয়েছে অরিজিৎ সিং-এর গাওয়া গান।